Advertisement

Narendra Modi Swearing-in: মোদীর শপথ কেন ৮ তারিখে? বৈদিক জ্যোতিষে রয়েছে বড় কারণ

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সম্ভবত শনিবার, ৮ জুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন মোদী। রাজনীতির চর্চার মধ্যেই ৮ তারিখে মোদীর শপথ গ্রহণ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ৮ নম্বরটি মোদীর জন্য পয়া বলেই মনে করছেন জ্যোতিষীরা। কিন্তু কেন? 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Jun 2024,
  • अपडेटेड 10:02 AM IST
  • তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী।
  • সম্ভবত শনিবার, ৮ জুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন মোদী।
  • ৮ নম্বরটি মোদীর জন্য পয়া বলেই মনে করছেন জ্যোতিষীরা।

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সম্ভবত শনিবার, ৮ জুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন মোদী। রাজনীতির চর্চার মধ্যেই ৮ তারিখে মোদীর শপথ গ্রহণ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ৮ নম্বরটি মোদীর জন্য পয়া বলেই মনে করছেন জ্যোতিষীরা। কিন্তু কেন? 

নিউমেরোলজি অনুযায়ী, ৮ সংখ্যার আলাদা মাহাত্ম্য রয়েছে। ৮ সংখ্যাটি শনি গ্রহকে বোঝায়। তাছাড়া ৮ নম্বরটি হল ন্যায়ের প্রতীক। ইন্ডিয়া টুডে ডট ইন-কে এমনটাই জানিয়েছেন নিউমেরোলজিস্ট রাহুল সিং। 

রাহুলের ব্যাখ্যা, '৮ সংখ্যাটা হল রাজযোগের প্রতীক। যাঁদের জীবনে শনির প্রভাব বেশি থাকে, তাঁদের সাফল্য পেতে দেরি হয়। কিন্তু প্রচুর সাফল্য পাওয়া যায়। সব শত্রুরা পরাজিত হয়।' 

আর সেই কারণে কি যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৮ তারিখেই নেন মোদী? প্রথম মোদী সরকারের আমলে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৮ নভেম্বর রাত ৮টায়। আবার মোদী যখন 'ডিজিটাল ইন্ডিয়া' কর্মসূচি শুরু করলেন, সেটা ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর। এখানে ২৬-কে ভাঙলে ২ আর ৬ সংখ্যা পাওয়া যায়। যার যোগফল ৮। আবার ২০১৫-কে ভেঙে যোগ করলেও ৮। মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর। ১ আর ৭-এর যোগফল হল ৮। 

জ্যোতিষী শৈলেন্দ্র পাণ্ডে ইন্ডিয়া টুডে টিভিকে আবার জানিয়েছেন, আমাদের দেশে ৮ সংখ্যাটার আলাদা তাৎপর্য রয়েছে। দেশে প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি। ২ আর ৬-এর যোগফল হল ৮। আর ২০২৪ সালকে ভেঙে যোগ করলেও দাঁড়ায় ৮ সংখ্যা। 

রাহুলের কথায়, '৮ নম্বরটি তাই পছন্দের প্রধানমন্ত্রীর। শপথও গ্রহণ করছেন ৮ জুন। এতেই বোঝা যায়, ৮ নম্বরের প্রতি তাঁর দুর্বলতা।' তিনি আরও জানিয়েছেন, ৮ সংখ্যাটি যাঁদের পছন্দের, তাঁরা কঠোর পরিশ্রমী হন। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement