Advertisement

Mamata Banerjee: 'বিজেপি, INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবে?' বেঙ্গালুরুতে হুংকার মমতার

বিজেপি কি INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবে? বেঙ্গালুরুতে জোট বৈঠক শেষে এমনই হুঙ্কার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুতে মঙ্গলবারের বৈঠকে ২৬টি রাজনৈতিক দল যোগ দেয়। গঠিত হয় 'INDIA' বা 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স'। বৈঠক শেষে সরাসরি কেন্দ্র সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

rgergh
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 18 Jul 2023,
  • अपडेटेड 8:43 AM IST
  • বৈঠক শেষে সরাসরি কেন্দ্র সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ১৮ তারিখ বেঙ্গালুরুর বৈঠকের দ্বিতীয় ও শেষ দিন ছিল। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়ালরা যোগ দেন।
  • কেন্দ্রের উদ্দেশ্যে হুঙ্কার দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'NDA আপনারা কি INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবেন?'

NDA Can You Challange India: বিজেপি কি INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবে? বেঙ্গালুরুতে জোট বৈঠক শেষে এমনই হুঙ্কার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুতে মঙ্গলবারের বৈঠকে ২৬টি রাজনৈতিক দল যোগ দেয়। গঠিত হয় 'INDIA' বা 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স'। বৈঠক শেষে সরাসরি কেন্দ্র সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ১৮ তারিখ বেঙ্গালুরুর বৈঠকের দ্বিতীয় ও শেষ দিন ছিল। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়ালরা যোগ দেন।

বৈঠক শেষে সমস্ত নেতাদের যোগদানের জন্য ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই তিনি বলেন, 'আমাদের প্রিয় রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাই। আজকের বৈঠক খুব ভাল ও গঠনমূলক হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' এর পাশাপাশি তিনি বলেন, 'আজ থেকে আমাদের আসল লড়াই শুরু হল।'

মমতা বলেন, 'আজকের জোটে ২৬ দলের মিটিং হল। আগে UPA, NDA-র নাম শুনেছেন। কিন্তু এখন তার অস্তিত্ব নেই। বর্তমান সরকারের একটাই কাজ। তা হল সরকার কিনে নেওয়া। আজ আমরা একটি চ্যালেঞ্জ নিয়েছি।'

মমতা জোটের বিষয়ে ব্যাখা করে বলেন, 'এই জোটের নাম ইন্ডিয়া।' এরপরেই কেন্দ্রের উদ্দেশ্যে হুঙ্কার দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, 'NDA আপনারা কি INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবেন? বিজেপি কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে?'

মমতা জানান, এই INDIA জোট সমাজের পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘুদের স্বার্থরক্ষার্থে লড়াই করবে। এর পাশাপাশি বড় অর্থনীতি গড়ে তোলার বিষয়েও জোর দেওয়া হবে। তিনি বলেন, 'আমরা কৃষক, দলিতদের জন্য, বড় অর্থনীতির জন্য তথা দেশের জন্য লড়াই করব।'

বিরোধী দলগুলির জোট মোটমুটি পাকা বলাই চলে। সেই বিষয়ে মমতা জানান, 'সমস্ত প্রচার, লড়াই INDIA ব্যানারের অধীনে হবে। ভারতকে বিপর্যয়ের থেকে রক্ষা করার লড়াই এটি। ভারতকে বাঁচাতে হবে। এরা ভারত দেশ বিক্রির ব্যবসা করছে। আজ কোনও নিরপেক্ষ এজেন্সিকে কাজ করতে দেওয়া হয় না। বিরোধীদের বিরুদ্ধে তাদের ব্যবহার করা হচ্ছে। আর খালি বলে ৩৫৫ ধারা করবে।' 

Advertisement

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, 'সব দলগুলি এরপর মহারাষ্ট্রে মিলিত হবে। তখন কমিটি গঠনের বিষয়ে কাজ হবে। সেগুলি, দিনক্ষণ পরে জানিয়ে দেবেন মল্লিকার্জুন খাড়গে।' 

মুম্বইয়ে আগামী বৈঠক হতে চলেছে। সেখানে ১১ জনের একটি স্টিয়ারিং কমিটি গঠিত হবে। জোট পরিচালনার দায়িত্ব থাকবে এই কমিটির হাতে। অন্যদিকে দিল্লিতে জোটের ক্যাম্পেন ম্যানেজমেন্টের জন্য একটি কমিটি গঠন করা হবে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement