Advertisement

UGC-NET 2024 New Date: UGC-NET 2024-এর নতুন দিন ঘোষণা, কবে নেওয়া হবে পরীক্ষা?

UGC-NET-এর নতুন দিন ঘোষণা করা হল। শুক্রবার পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। 

UGC-NET 2024-এর দিন ঘোষণা।UGC-NET 2024-এর দিন ঘোষণা।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Jun 2024,
  • अपडेटेड 12:11 AM IST
  • UGC-NET-এর নতুন দিন ঘোষণা করা হল।
  • শুক্রবার পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি
  • অনলাইনে পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। 

কলেজে অধ্যাপক নিয়োগের পরীক্ষা UGC-NET-এর নতুন দিন ঘোষণা করা হল। শুক্রবার পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। 

আগামী ২১ অগস্ট এবং ৪ সেপ্টেম্বরের মধ্যে ফের এই পরীক্ষা নেওয়া হবে। এবার অনলাইনে পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। 

নিট পরীক্ষা ঘিরে বিতর্কের মধ্যে UGC NET-এর জুন মাসের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত  নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। স্বচ্ছতার প্রশ্নে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ জুন এই পরীক্ষা নেওয়া হয়েছিল। ২টি শিফটে পরীক্ষা নিয়েছিল এনটিএ। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, নতুন করে ফের এই পরীক্ষা নেওয়া হবে। এই ব্যাপারে শীঘ্রই জানানো হবে। জানা গিয়েছে, ওই পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ এসেছে। ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালাইসিস ইউনিটের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন বা ইউজিসি। সেখানে জানানো হয়েছে যে, ওই পরীক্ষায় বেশ কিছু অনিয়ম হয়েছে। তারপরেই স্বচ্ছতার প্রশ্নে পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। এই ঘটনায় তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে CSIR-NET।  স্থগিত করা হয়েছে NEET-PG পরীক্ষাও।  

পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গত শনিবার এনটিএ-র ডিরেক্টর জেনারেলকে সরানো হয়েছে। নতুন ডিজি করা হয়েছে প্রদীপ সিং খারোলাকে। আগে ডিজি পদে ছিলেন সুবোধ কুমার সিং। তাঁকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। বিতর্কের আবহেই অবাধ এবং স্বচ্ছ পরীক্ষা করতে নিটের সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। গত শনিবার এই কমিটির কথা ঘোষণা করা হয়েছে। ৭ সদস্যের কমিটির মাথায় রাখা হয়েছে ইসরোর প্রাক্তন প্রধান ড. কে রাধাকৃষ্ণন।

Read more!
Advertisement
Advertisement