Advertisement

Narsinghpur hospital: বীভৎস! ইমারজেন্সিতে ঢুকে নার্সিং ছাত্রীর গলা কাটল প্রেমিক, দর্শক চিকিৎসক-রোগীরা

মধ্যপ্রদেশের নরসিংহপুরে ঘটে গেল এক বীভৎস ঘটনা। জেলার সরকারি হাসপাতালে এক ১৮ বছর বয়সি নার্সিং ছাত্রীর গলা কেটে হত্যা করল তাঁর প্রেমিক। এই নৃশংস খুনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে শিউরে উঠছেন সকলে।

নার্সিং ছাত্রীকে খুন।-ফাইল ছবিনার্সিং ছাত্রীকে খুন।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 01 Jul 2025,
  • अपडेटेड 12:23 PM IST
  • মধ্যপ্রদেশের নরসিংহপুরে ঘটে গেল এক বীভৎস ঘটনা।
  • জেলার সরকারি হাসপাতালে এক ১৮ বছর বয়সি নার্সিং ছাত্রীর গলা কেটে হত্যা করল তাঁর প্রেমিক।

মধ্যপ্রদেশের নরসিংহপুরে ঘটে গেল এক বীভৎস ঘটনা। জেলার সরকারি হাসপাতালে এক ১৮ বছর বয়সি নার্সিং ছাত্রীর গলা কেটে হত্যা করল তাঁর প্রেমিক। এই নৃশংস খুনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে শিউরে উঠছেন সকলে।

নিহত ছাত্রীর নাম সন্ধ্যা চৌধুরী। জানা গিয়েছে, তিনি হাসপাতালে বৃত্তিমূলক প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। সেই সময় জরুরি বিভাগের সামনে আচমকা উপস্থিত হয় প্রেমিক অভিষেক কোষ্টি। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় একের পর এক কোপ মারতে থাকে। এক পথচারী নিজের মোবাইলে পুরো ঘটনাটি ভিডিও করেন। সেই ভিডিওতে দেখা যায়, সামনে দাঁড়িয়ে থাকা মানুষজন ভয়ে কিছুই করতে পারছেন না, কেউ এগিয়ে আসার সাহস দেখাননি।

খুনেকর পরে অভিযুক্ত প্রেমিক নিজেই আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে সে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নরসিংহপুরের পুলিশ সুপার মৃগাখি ডেকা জানিয়েছেন, অভিযুক্ত ও নিহত ছাত্রী প্রেমের সম্পর্কে ছিলেন। এবং দুবছর ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল। ঘটনার দিন অভিযুক্ত হাসপাতালে এসে সরাসরি ওই ছাত্রীর উপর আক্রমণ করে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, হত্যার পর অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে হেফাজতে রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওই এই অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। 

 

Read more!
Advertisement
Advertisement