Omicron symptoms in kids: করোনার নতুন ভ্যারিয়েন্ট Omicron ত্রাসে কাঁপছে গোটা দুনিয়া। আমাদের দেশেও ইতিমধ্যেই ২০-রও বেশি জনের শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে। যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেন থেকে যে তথ্য এএসেছে সেই মোতাবেক, এই ভ্যারিয়েন্টের শিকার হচ্ছে শিশুরাও।
শিশুদের Omicron-এ আক্রান্ত হওযার আশঙ্কা
Omicron-এ সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে দক্ষিণ আফ্রিকার শিশুরা। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনকও। তবে সেটা সংখ্যায় অল্প। সামান্য উপসর্গ দেখা যাচ্ছে, এমন শিশুর সংখ্যাই বেশি। সেই দেশের এক চিকিৎসক দা সান পত্রিকাকে জানিয়েছেন, 'দক্ষিণ আফ্রিকায় যে বাচ্চারা আক্রান্ত হচ্ছে, তাদের মধ্যে মৃদু উপসর্গ দেখা যাচ্ছে। অনেকের অবস্থা আবার আশঙ্কাজনকও। তাদের অক্সিজেন দিতে হচ্ছে। অনেককে আবার হাসপাতালে বেশ কয়েকদিন ধরে ভর্তিও রাখা হচ্ছে।'
কোন কোন উপসর্গ দেখা যাচ্ছে শিশুদের মধ্যে?
আমেরিকার হেল্থ সার্ভিসের মতে, যে বাচ্চারা করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হবে, তাদের মধ্যে বেশ কয়েকটি লক্ষণ দেখা যাবে। বিশেষ করে ৬ টি লক্ষণ। সেগুলো হল, কাশি, প্রবল জ্বর, মাথা ব্যথা, গলার ব্যথা, অস্বস্তি ও দুর্বল হয়ে পড়া।
আরও পড়ুন : মালদায় অফিসে পিস্তল হাতে বসে TMC নেত্রী! ভাইরাল
সেই দেশের চিকিৎসকদের মতে, এই সব উপসর্গগুলো দেখা গেলে আগে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা দরকার। চিকিৎসকদের মতে, শিশুদের এখনও ভ্যাকসিনেশন হয়নি। সেই কারণে তাদের বেশি সতর্ক রাখা দরকার।