Advertisement

সিট বেল্ট লাগানো অবস্থায় বসে মৃত যাত্রী, এয়ার ইন্ডিয়া বিমানে হাড়-হিম কাণ্ড

বিমান থেকে উদ্ধার হল এক যাত্রীর মৃতদেহ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। অবতরণের পর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2845 থেকে এক যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সিট বেল্ট লাগানো অবস্থায় বসে মৃত যাত্রী, এয়ার ইন্ডিয়া বিমানে হাড়-হিম কাণ্ডসিট বেল্ট লাগানো অবস্থায় বসে মৃত যাত্রী, এয়ার ইন্ডিয়া বিমানে হাড়-হিম কাণ্ড
Aajtak Bangla
  • লখনউ,
  • 21 Mar 2025,
  • अपडेटेड 10:47 AM IST
  • মৃতের নাম আসিফ উল্লা আনসারি
  • বিমানটি নয়াদিল্লি থেকে এসেছিল

বিমান থেকে উদ্ধার হল এক যাত্রীর মৃতদেহ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। অবতরণের পর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2845 থেকে এক যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিমানটি নয়াদিল্লি থেকে এসেছিল।

এক সহযাত্রী জানিয়েছেন, মৃতের নাম আসিফ উল্লা আনসারি। বিমানের এক কর্মী যখন ডাকাডাকি করেন, তখন তিনি সাড়াশব্দ দেননি। বিমানে থাকা কয়েকজন চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত্যুর কথা নিশ্চিত করেন। আনসারির সিটবেল্ট লাগানো ছিল। এছাড়াও তিনি একটুও খাবার খাননি। কী কারণে আনসারির মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। যেহেতু তাঁর সিটবেল্ট লাগানো ছিল, তাই মনে করা হচ্ছে বিমান আকাশে থাকার সময়ই তাঁর মৃত্যু হয়েছে।

আনসারির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে, পুলিশ বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।মৃতের মেডিকেল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement