Advertisement

Fire in Sleeper Bus: গুরুগ্রামে যাত্রী-বোঝাই ভলভো বাসে আগুন! মৃত ২, আহত ১২

Fire in Sleeper Bus: গুরুগ্রাম জেলার দিল্লি-জয়পুর হাইওয়েতে একটি স্লিপার বাসে আগুন লেগেছে। আগুন লাগার পর জানালা থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান কয়েকজন। এ ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন।

গুরুগ্রামে যাত্রী-বোঝাই ভলভো বাসে আগুন! মৃত ২, আহত ১২!গুরুগ্রামে যাত্রী-বোঝাই ভলভো বাসে আগুন! মৃত ২, আহত ১২!
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 08 Nov 2023,
  • अपडेटेड 11:32 PM IST
  • গুরুগ্রাম জেলার দিল্লি-জয়পুর হাইওয়েতে একটি স্লিপার বাসে আগুন লেগেছে।
  • আগুন লাগার পর জানালা থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান কয়েকজন।
  • এ ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন।

Fire in Sleeper Bus: হরিয়ানার গুরুগ্রাম জেলার দিল্লি-জয়পুর হাইওয়েতে একটি স্লিপার বাসে আগুন লেগেছে। আগুন লাগার পর জানালা থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান কয়েকজন। এ ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রাথমিকভাবে জানা গেছে, বাসের জানালা থেকে ঝাঁপ দিয়ে ১০-১২ জন প্রাণ বাঁচাতে পারলেও ২০ জনের বেশি মানুষ আটকা পড়ে। অন্যদিকে, খবর পাওয়া মাত্রই ত্রাণ তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন। বাস থেকে আটকে পড়াদের উদ্ধার করা হলেও বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।  

জানা গেছে যে জয়পুর থেকে দিল্লি স্লিপার বাস (AR 01 K 7707) বুধবার সন্ধ্যায় গুরুগ্রামের সিগনেচার টাওয়ার ফ্লাইওভারে পৌঁছলে বাস থেকে আগুনের শিখা বেরতে শুরু করে। বাসে আতঙ্কিত যাত্রীরা চেঁচামেচি শুরু করে দেন। জানা গিয়েছে, বাসে অনেক যাত্রী ছিল। বাসে আগুন দেখে তাৎক্ষণিক দমকল আর পুলিশকে খবর দেওয়া হয়।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সূত্রের খবর, বুধবার রাত ৯টা নাগাদ ৩২ মাইলস্টোন বিল্ডিংয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। অনেকেই প্রায়শই রাতে ভলভো ট্যুরিস্ট বাসে যাতায়াত করেন, যার মধ্যে অনেক স্লিপার বাসও রয়েছে। দিল্লি-জয়পুর হাইওয়েতে তেমনই একটি বাসে আজ আগুন লেগে যায়। ওই আগুনে পুড়ে যাওয়া বাসের যাত্রীদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য এখনও জানা যায়নি।

Read more!
Advertisement
Advertisement