Advertisement

PM Modi in Karnataka: 'ওরা আমার কবর খুঁড়তে ব্যস্ত', কেন বললেন PM মোদী ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) রবিবার কর্নাটকে বেশ কয়েকটি প্রকল্প উপহার দিয়েছেন এবং বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ের (Bengaluru-Mysuru Expressway) সূচনা করেছেন।

প্রধানমন্ত্রী মোদী (ফাইল ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 12 Mar 2023,
  • अपडेटेड 6:06 PM IST
  • বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ের সূচনা করেছেন মোদী
  • মান্ডিয়াতে একটি বিশাল রোড শো করেছেন তিনি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) রবিবার কর্নাটকে বেশ কয়েকটি প্রকল্প উপহার দিয়েছেন এবং বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ের (Bengaluru-Mysuru Expressway) সূচনা করেছেন। এর পরে তিনি একটি জনসভায় ভাষণ দিয়ে কংগ্রেসকে (Congress) তীব্র নিশানা করেন। প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেস এবং তার সহযোগীরা মোদীর কবর খোঁড়ার স্বপ্ন দেখছে এবং মোদী বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ে তৈরিতে ব্যস্ত। কংগ্রেস ব্যস্ত মোদীর কবর খুঁড়তে আর মোদি ব্যস্ত গরিবদের জীবন সহজ করতে। যে কংগ্রেস মোদীর কবর খোঁড়ার স্বপ্ন দেখছে, তারা জানে না যে দেশের কোটি কোটি মা-বোনের আশীর্বাদই মোদীর সবচেয়ে বড় সুরক্ষা ঢাল। কংগ্রেস দেশকে লুট করেছে।'

কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বলেন, '২০১৪ সালের আগে কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, সেই সময়ে তারা গরিব মানুষকে ধ্বংস করতে কোনও কিছুই ছাড়েনি। কংগ্রেস সরকার গরিবদের উন্নয়নের হাজার হাজার কোটি টাকা লুট করেছে। কংগ্রেস কখনও গরিবদের দুঃখ-কষ্টে কোনও পার্থক্য করেনি। কৃষকদের ছোটখাটো সমস্যা দূর করেও বিজেপি তাদের সমস্যার সমাধান করছে। পাশাপাশি আড়াই লাখেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে।'

আরও পড়ুন: Heavy snowfall in Sikkim Tourists Stranded: সিকিমে প্রবল তুষারপাত, রবিবারও আটকে বহু পর্যটক

দরিদ্রদের জীবন সহজ করা হয়েছে

তাঁর সরকারের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'গত ৯ বছরে কোটি কোটি গরিবের জীবনকে বিজেপি সরকারের পরিকল্পনার মাধ্যমে সহজ করা হয়েছে। কংগ্রেসের আমলে গরিবদের সুযোগ-সুবিধার জন্য সরকারের দুয়ারে ঘোরাঘুরি করতে হতো। আমাদের দেশে কয়েক দশক ধরে অমীমাংসিত সেচ প্রকল্পগুলিও দ্রুত সম্পন্ন করা হচ্ছে। এই বছরের বাজেটে, কেন্দ্রীয় সরকার উচ্চ ভাদ্র সেচ প্রকল্পের জন্য ৫,৩০০ কোটি টাকা ঘোষণা করেছে। এটি কর্নাটকের একটি বড় অংশে সেচ সংক্রান্ত সমস্যার সমাধান করতে চলেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আখ থেকে তৈরি ইথানলের উৎপাদন বাড়াব। অর্থাৎ বেশি উৎপাদন হলে আখ থেকে ইথানল তৈরি করা হবে। ইথানল থেকে কৃষকের আয় নিশ্চিত করা হবে।'

Advertisement

মান্ডিয়ায় পৌঁছলে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। মান্ডিয়াতে একটি বিশাল রোড শো করেছেন তিনি। এসময় বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা যায় এবং তাঁরা প্রধানমন্ত্রীর গায়ে ফুল বর্ষণ করে স্বাগত জানান। প্রধানমন্ত্রী এখানে কোটি কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকারের প্রচেষ্টাই হবে আপনাদের এই ভালবাসার ঋণ সুদসহ দ্রুত উন্নয়নের মাধ্যমে শোধ করা, আজ যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেটা তারই একটি অংশ।'

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement