Advertisement

PM Kisan Samman Nidhi Yojana 12th Installment: আপনার অ্যাকাউন্টে PM কিষাণ যোজনার টাকা? এখনই চেক করুন

PM Kisan Samman Nidhi Yojana 12th Installment: কালীপুজোর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) দ্বাদশ কিস্তির (12th installment) টাকা দিয়ে দেশের কোটি কোটি কৃষককে উপহার দিতে চলেছেন। আগামীকাল অর্থাৎ ১৭ অক্টোবর কিষাণ সম্মান নিধির দ্বাদশ কিস্তি দেওয়ার সূচনা করবেন।

কিষাণ সম্মান নিধি যোজনা
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 16 Oct 2022,
  • अपडेटेड 3:46 PM IST
  • আগামীকাল কিষাণ সম্মান নিধির টাকা ঢুকবে
  • চার মাস অন্তর ২ হাজার টাকা পান কৃষকরা

PM Kisan Samman Nidhi Yojana 12th Installment: কালীপুজোর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) দ্বাদশ কিস্তির (12th installment) টাকা দিয়ে দেশের কোটি কোটি কৃষককে উপহার দিতে চলেছেন। আগামীকাল অর্থাৎ ১৭ অক্টোবর কিষাণ সম্মান নিধির দ্বাদশ কিস্তি দেওয়ার সূচনা করবেন। কৃষকরা দীর্ঘদিন ধরে সম্মান নিধি যোজনার এই কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রতি চার মাস অন্তর ২ হাজার টাকা পান কৃষকরা। এর আওতায় বছরে কৃষকদের মোট ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এবার মোট ১৬ হাজার কোটি টাকা খরচ হবে কেন্দ্রের। এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় কৃষকরা ২ লাখ কোটি টাকারও বেশি সুবিধা পেয়েছেন।

সুবিধাভোগীর সংখ্যা কমছে:

জমির নথির যাচাইকরণ এবং ই-কেওয়াইসি-র (eKYC) অভাবে, এবার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। উত্তরপ্রদেশে ২১ লাখ কৃষককে এখনও পর্যন্ত অযোগ্য ঘোষণা করা হয়েছে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একই অবস্থা। যাইহোক, যদি এই স্কিম সম্পর্কে আপনার মনে কোন সন্দেহ বা অভিযোগ থাকে, তাহলে আপনি পিএম কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর- 155261 বা 1800115526 (টোল ফ্রি) বা 011-23381092 নম্বরে যোগাযোগ করতে পারেন।

আপনাদের বলে রাখি এবার এমন অনেক কৃষক আছেন, যাদের অ্যাকাউন্টে দ্বাদশ কিস্তির টাকা পাঠানো হবে না। তথ্য অনুসারে, যারা ই-কেওয়াইসি করেননি, সেই সমস্ত অযোগ্য কৃষকদের নাম সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। আপনি যদি ২০০০ টাকার কিস্তির জন্যও অপেক্ষা করে থাকেন, তাহলে আপনি PM কিষাণ পোর্টাল pmkisan.gov.in-এ গিয়ে সুবিধাভোগীদের তালিকায় আপনার নাম দেখতে পারেন।

Advertisement

সুবিধাভোগীদের তালিকায় নাম কীভাবে দেখবেন?

আপনি যদি দ্বাদশ তম কিস্তির সুবিধাভোগীদের তালিকায় আপনার নাম দেখতে চান, তাহলে PM Kisan Yojana-র অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান। Farmers Corner এ ক্লিক করুন। তারপর Beneficiary Status অপশনে ক্লিক করুন। আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। এখানে আপনি আপনার আধার নম্বর, মোবাইল নম্বর লিখুন। এর পরে আপনি আপনার স্ট্যাটাস সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন।

এই হেল্পলাইন নম্বরে কল করুন

সরকার কৃষকদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদনের স্টেটাস জানতে কৃষকরা 155261, 1800115526 (টোল ফ্রি) অথবা 011-23381092 নম্বরে কল করে সমস্ত তথ্য পেতে পারেন। এছাড়াও, আপনি pmkisan-ict@gov.in মেল আইডিতে আপনার অভিযোগ মেল করতে পারেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement