Advertisement

PM Modi Parliament Winter Session: 'সংসদ নাটক করার জায়গা নয়,' বিরোধীদের 'কাটা ঘায়ে নুনের ছিঁটে' মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধী শিবিরকে তীব্র কটাক্ষ করবেন। বিহারের পরাজয় থেকে হতাশাগ্রস্ত বিরোধীরা সংসদে উত্তেজনা তৈরি না করে যেন দায়িত্ব পালন করেন, মন্তব্য প্রধানমন্ত্রীর। তাঁর মতে, সংসদ নাটক করার জায়গা নয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 11:07 AM IST
  • 'সংসদ নাটক করার জায়গায় নয়'
  • বিরোধীদের তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর
  • শীতকালীন অধিবেশনের শুরুতে আর কী কী বললেন মোদী?

শীতকালীন অধিবেশন শুরু হল সংসদে। তার আগে সোমবার সংসদের বাইরে প্রথা মাফিক ভাষণ দিলেন তিনি। শীতকালীন মরশুম উপভোগ করার কথা বলে এদিন নিজের ভাষণ শুরু করেন তিনি। যদিও আগাগোড়াই আক্রমণ করলেন বিরোধী শিবিরকে। সাফ জানিয়ে দিলেন, সংসদে নাটক করার জায়গা নয়। 

বিরোধীদের তীব্র কটাক্ষ 
এদিন প্রধানমন্ত্রী ভাষণের শুরুতেই বলেন, 'বিহারে যেভাবে জনমত প্রকাশিত হয়েছে, তা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। মা ও বোনেদের অংশগ্রহণ যেভাবে বেড়েছে তা প্রমাণ করে নয়া আকাঙ্খা এবং বিশ্বাস রয়েছে তাঁদের মনে। একদিকে গণতন্ত্রের শক্তি, অন্যদিকে অর্থনীতির অগ্রগতি, গোটা বিশ্ব আজ ভারতের উপর নজর রেখেছে।' তিনি আরও বলেন, 'সংসদ দেশের জন্য কী ভাবছে, কী করতে চাইছে এবং কী ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, তার জন্যই এই অধিবেশন। বিপক্ষ শিবিরকেও নিজেদের দায়িত্ব পালন করতে হবে।' কার্যত কটাক্ষের সুরেই তিনি বলেন,'ওরা পরাজয়ের হতাশা থেকে বেরিয়ে আসুক। তবে দুর্ভাগ্য, কিছু কিছু দল তো পরাজয়ও স্বীকার করতে পারেন না। ভেবেছিলাম, বিহারের নির্বাচনের ফলাফল থেকে শিক্ষা নিয়ে কিছুটা শুধরে গিয়েছে। তবে কাল যা গলাবাজি শুনলাম ওদের, পরাজয়ে ওরা অত্যন্ত চিন্তিত বোঝা যাচ্ছে।'

তবে এই শীতকালীন অধিবেশনে পরাজয়ের জেরে যারা উত্তেজিত হয়ে পড়েছে, তাদের মান্যতা দেওয়া হবে না। জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তবে বিজয়ের অহঙ্কারের ছায়াটুকুও যেন সংসদ অধিবেশন না পড়ে, তা-ও মাথায় রাখতে হবে বলে জানান নরেন্দ্র মোদী। 

'সংসদ নাটক করার জায়গা নয়'
তিনি বলেন, 'আমরা সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে, কমবয়সী নতুন সংসদরা অত্যন্ত দুঃখিত। তাঁরা নিজেদের সামর্থ্যের পরিচয় দিতে পারছেন না। নিজেদের সংসদ এলাকার সমস্যা তুলে ধরতে পারছেন না। রাষ্ট্রের বিকাশ অভিযানে অংশ নেওয়ার জন্য তাঁরা নিজেদের বক্তব্য তুলে ধরতে চাইছেন, কিন্তু পারছেন না। প্রত্যেক দলেরই উচিত এই নতুন সাংসদদের অনুভবের কথা মাথায় রেখে নিজেদের দায়িত্ব পালন করা।' নরেন্দ্র মোদীর সংযোজন, 'নাটক করার অনেক জায়গা রয়েছে। সংসদ নাটক করার জায়গা নয়। যার নাটক করার ইচ্ছে হবে অন্য জায়গায় গিয়ে করবেন। এখানে ড্রামা নয় ডেলিভারি হওয়া উচিত। স্লোগানিং দেওয়ার জন্য তো গোটা দেশ খালি পড়ে রয়েছে। যেখানে হেরে এসেছেন, সেখানেও তো স্লোগানিং করেছিলেন। যে এবার হারার জন্য যাবেন, সেখানে গিয়ে বলুন। এখানে নাড়েবাজি নয়, নীতি তৈরি হয়।'

Advertisement

নেতিবাচক মনোভাব সরিয়ে রেখেছে দেশের তৈরির জন্য সকলকে কাজ করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, 'গত কয়েকটি অধিবেশন থেকে দেখা যাচ্ছে, এই সংসদকে হয় ভোটের প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে, না হয় পরাজয়ের গ্লানি থেকে আসা উত্তেজনা প্রকাশের জায়গা হিসেবে। এমন অনেক রাজ্য রয়েছে, যেখানে বিরোধীরা এত বছর ক্ষমতায় থাকার পরও মানুষের মধ্যে যেতে পারছেন না। সেই সমস্ত রাগ সংসদে এসে বের করেন বিরোধীরা। কয়েকটি বিরোধী দল এই ঘটনা ঘটাচ্ছে গত ১০ বছর ধরে। এবার তাদের উচিত নিজেদের রণনীতি বদলে ফেলা উচিত। দরকার হলে আমার থেকে টিপস নিয়ে নিন, কীভাবে সংসদে পারফর্ম করবেন। কিন্তু নিজেদের পরাজয় এবং হতাশার জন্য নতুন সাংসদদের অধিকার খর্ব করবেন না।'

 

Read more!
Advertisement
Advertisement