Advertisement

জ্বালানির আগুন দাম, 'ট্যাক্স কমান,' বাংলা সহ কিছু রাজ্যকে নিশানা মোদীর

প্রধানমন্ত্রী বলেন, "ভ্যাট (VAT) না কমানো একদিক থেকে যেমন সেইসব রাজ্যের নাগরিকদের প্রতি অন্যায়, তেমনই প্রতিবেশী রাজ্য যারা কর কমিয়েছে, তাদের কাছেও রাজস্বহানি।" এরপরেই ওই রাজ্যগুলির প্রতি মোদীর আবেদন, "গত নভেম্বরে কথা থাকলেও তা হয়নি। এখন অন্তত ভ্যাট কমিয়ে নাগরিকদের সুবিধা দিন।" একইসঙ্গে বর্তমানে বিশ্বব্যাপী সঙ্কটের মাঝে দেশের অর্থনীতিকে আরও মজবুত করতে কেন্দ্র-রাজ্য সামঞ্জস্য আগের চেয়েও আরও বেশি করে দরকার বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীমমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Apr 2022,
  • अपडेटेड 2:19 PM IST
  • প্রধানমন্ত্রীর মুখে তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গ
  • যে রাজ্যগুলি ভ্যাট কমায়নি তাদের কাছে আবেদন
  • কেন্দ্র-রাজ্য সামঞ্জস্যতে গুরুত্ব

পেট্রোল ডিজেলের মূল্য নিয়ে দেশের কয়েকটি রাজ্যকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, "৬ মাস আগে এক্সাইজ ডিউটি কমিয়ে পেট্রোল-ডিজেলের দাম হ্রাস করেছিল কেন্দ্র। একইসঙ্গে রাজ্যগুলিকেও ভ্যাট কমিয়ে তেলের দাম আরও কমানোর জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু তারপরেও কোনও না কোনও কারণে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, ঝাড়খন্ডের মতো রাজ্য সে কথা শোনেনি। ফলে সেইসব রাজ্যের নাগরিকদের ওপরে বোঝা রয়েই গিয়েছে।" নরেন্দ্র মোদী উদাহরণ দিয়ে বলেন, কলকাতায় পেট্রোলের দাম ১১৫ টাকার বেশি, আর লখনওতে পেট্রোল ১০৫ টাকা।  

রাজ্যগুলিকে আবেদন

প্রধানমন্ত্রী আরও বলেন, "ভ্যাট (VAT) না কমানো একদিক থেকে যেমন সেইসব রাজ্যের নাগরিকদের প্রতি অন্যায়, তেমনই প্রতিবেশী রাজ্য যারা কর কমিয়েছে, তাদের কাছেও রাজস্বহানি।" এরপরেই ওই রাজ্যগুলির প্রতি মোদীর আবেদন, "গত নভেম্বরে কথা থাকলেও তা হয়নি। এখন অন্তত ভ্যাট কমিয়ে নাগরিকদের সুবিধা দিন।" একইসঙ্গে বর্তমানে বিশ্বব্যাপী সঙ্কটের মাঝে দেশের অর্থনীতিকে আরও মজবুত করতে কেন্দ্র-রাজ্য সামঞ্জস্য আগের চেয়েও আরও বেশি করে দরকার বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন

বিরোধী শাসিত রাজ্যকে নিশানা

প্রসঙ্গত, তেলের বর্ধিত দাম নিয়ে রীতিমতো নাজেহাল আমজনতা। গাড়িতে তেল ভরতে গেলেই কার্যত পকেটে টান। এই ইস্যুতে বারংবার কেন্দ্রের বিরুদ্ধে সরবও হয়েছেন বিরোধীরা। আর ঠিক তারই মাঝে পেট্রোল ডিজেলের মূল্য নিয়ে এই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মোদী এদিন যে সমস্ত রাজ্যে ভ্যাট কমানো হয়নি বলে উল্লেখ করেছেন, তার কোনওটিতেই ক্ষমতায় নেই বিজেপি। তবে কি এই বক্তব্যের মধ্যে তেলের (Petrol Diesel Price Hike) বর্ধিত মূল্য নিয়ে ঘুরিয়ে রাজনৈতিক প্রতিপক্ষদেরই কাঠগড়ায় তোলার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী?

Read more!
Advertisement
Advertisement