Advertisement

Modi On One Nation One Police Uniform: 'এক দেশ, এক পুলিশ ইউনিফর্ম', ভাবতে বললেন মোদী

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে হরিয়ানার সুরজকুণ্ডে বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে চিন্তন শিবিরের আয়োজন করা হয়েছে। ওই শিবিরে ভিডিয়ো-ভাষণে অপরাধী ও অপরাধের মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সহযোগিতার কথা মনে করিয়ে দিয়েছেন মোদী।

Narendra Modi - নরেন্দ্র মোদী। Narendra Modi - নরেন্দ্র মোদী।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2022,
  • अपडेटेड 3:02 PM IST
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে হরিয়ানার সুরজকুণ্ডে বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে চিন্তন শিবিরের আয়োজন করা হয়েছে।
  • ওই শিবিরে ভিডিয়ো-ভাষণে অপরাধী ও অপরাধের মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সহযোগিতার কথা মনে করিয়ে দিয়েছেন মোদী

‘এক দেশ, এক পুলিশ ইউনিফর্মে’র পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে তিনি বলেন,এক দেশ এক পুলিশের উর্দির কথা ভাবা যেতে পারে। এটা শুধুমাত্র একটা ভাবনা। কারও উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। এটা  ৫, ৫০ বা ১০০ বছরে হতে পারে। কিন্তু এটা নিয়ে আলোচনা করা উচিৎ।'

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে হরিয়ানার সুরজকুণ্ডে বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে চিন্তন শিবিরের আয়োজন করা হয়েছে। ওই শিবিরে ভিডিয়ো-ভাষণে অপরাধী ও অপরাধের মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সহযোগিতার কথা মনে করিয়ে দিয়েছেন মোদী। তাঁর কথায়,'আইনশৃঙ্খলা রক্ষা কোনও একটি রাজ্যে সীমাবদ্ধ নয়। কারণ অপরাধ আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে। প্রযুক্তির ব্যবহারে অপরাধীরা এখন নিজের গণ্ডি ছাড়িয়ে অপরাধ করছে। এজন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রের সংস্থাগুলির মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।'      

তিনি আরও বলেন,'সুরাজকুণ্ডের এই চিন্তন শিবির যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চমৎকার উদাহরণ। রাজ্যগুলি পরস্পরের কাছ থেকে শিখতে পারে। অনুপ্রেরণা নিতে পারে। দেশের উন্নতিতে একসঙ্গে কাজ করতে পারে তারা। আইনশৃঙ্খলা রাজ্যের দায়িত্ব হলেও দেশের ঐক্য ও অখণ্ডতার সঙ্গে জড়িত।' 

আরও পড়ুন

সংবিধান অনুযায়ী আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত। মোদী জমানায় তাতে কেন্দ্র হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগও উঠেছে। একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ইউপিএ জমানার চেয়ে কয়েকগুণ বেড়ে গিয়েছে ইডির অভিযান। বেশিরভাগই বিরোধী নেতানেত্রীদের নিশানা করেছে তারা। এবার মোদীর এক দেশ এক পুলিশ উর্দি মন্তব্যেও বিতর্কের সৃষ্টি হল। যদিও এহেন বিতর্ক হতে পারে তা আন্দাজ করেই প্রধানমন্ত্রী বলে রেখেছেন,'এটা শুধুমাত্র একটা ভাবনা। আপনাদের উপরে চাপিয়ে দিতে চাইছি না। এটা ৫, ৫০ বা ১০০ বছরেও হতে পারে। তবে ভাবনাচিন্তা করা হোক।'

Read more!
Advertisement
Advertisement