Advertisement

PM Narendra Modi: দাঙ্গা লাগাতেই পহেলগাঁও হামলা, কাশ্মীরে দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী

শুক্রবার কাটরায় একাধিক প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই মঞ্চ থেকেই পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ হানলেন। তিনি স্পষ্ট বলেন, 'পাকিস্তান শুধু মানবতা নয়, পর্যটন এবং কাশ্মীরের সাধারণ মানুষের রুজি-রুটিরও বিরোধী।'

Aajtak Bangla
  • 06 Jun 2025,
  • अपडेटेड 2:50 PM IST
  • শুক্রবার কাটরায় একাধিক প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • সেই মঞ্চ থেকেই পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ হানলেন।
  • তিনি স্পষ্ট বলেন, 'পাকিস্তান শুধু মানবতা নয়, পর্যটন এবং কাশ্মীরের সাধারণ মানুষের রুজি-রুটিরও বিরোধী।'

শুক্রবার কাটরায় একাধিক প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই মঞ্চ থেকেই পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ হানলেন। তিনি স্পষ্ট বলেন, 'পাকিস্তান শুধু মানবতা নয়, পর্যটন এবং কাশ্মীরের সাধারণ মানুষের রুজি-রুটিরও বিরোধী।' পহেলগাঁও জঙ্গি হামলাকে তিনি পাকিস্তানের 'দাঙ্গা ছাড়ানো'র ফন্দি বলে উল্লেখ করেন।

তিনি বলেন, 'আমরা দেশের যুব সম্প্রদায়ের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছি। তার অন্যতম হল পর্যটন। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান চায় না যে ভারতের যুব সমাজের উন্নয়ন হোক। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে যে হামলা হয়েছে, তার মূলে এই ষড়যন্ত্র। এটা 'মানবতা' এবং 'কাশ্মীরীদের' উপর সরাসরি আঘাত। ওদের উদ্দেশ্যটাই ছিল ভারতে দাঙ্গা লাগানো। সে কারণেই পর্যটকদের নিশানা করেছিল।'

প্রধানমন্ত্রী মোদী বলেন, 'জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসের কবল থেকে মুক্ত করাটা অত্যন্ত জরুরি ছিল। আমরা সেটা করতে পেরেছি। আজ কাশ্মীরের যুবকরা একটি উন্নত রাজ্য দেখে খুশি। আমি জম্মু-কাশ্মীরের উন্নয়নে কোনও বাধা আসতে দেব না।'

তিনি আরও বলেন, 'জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ পাকিস্তান ও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। এখানকার যুবসমাজ এখন যেকোনও জবাব দিতে প্রস্তুত। পাকিস্তান পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে সমগ্র মানবতার উপর আঘাত হেনেছে। কাশ্মীরের গরিব মানুষের জীবনযাত্রার উন্নতি চায় না ওরা।'

কাটরায় ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 'আজ আমি চেনাব ব্রিজ এবং অঞ্জি ব্রিজ উদ্বোধন করেছি। এর পাশাপাশি দু'টি নতুন বন্দে ভারত ট্রেনও পেল জম্মু ও কাশ্মীর। জম্মুতে একটি নতুন মেডিকেল কলেজও উদ্বোধন করা হয়েছে। ৪৬,০০০ কোটি টাকার এই উন্নয়ন প্রকল্পগুলি জম্মু ও কাশ্মীরের উন্নয়নে নবজোয়ার আনবে।'

TAGS:
Read more!
Advertisement
Advertisement