শুক্রবার ভোররাতে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Heeraben Modi) মা হীরাবেন মোদী (Heeraben Modi)। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আমেদাবাদের (Ahmedabad) ইউএন মেহতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন। মঙ্গলবার সন্ধ্যায় হীরাবেনকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোর সাড়ে ৩টের সময় তিনি প্রয়াত হন।
মায়ের শেষকৃত্যে যোগ দিতে সাত সকালেই দিল্লি থেকে আমেদাবাদ আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাঁধে করে মায়ের মরদেহ বহন করেন তিনি।
শেষে গান্ধীনগরের শ্মশানে মুখাগ্নিও করেন। মায়ের চলে যাওয়ার খবর নিজেই টুইট করে নিজেই সকলকে দিয়েছেন প্রধানমন্ত্রী। তারপর বায়ুসেনার বিমানে চড়ে দিল্লি থেকে সোজা গাঁধীনগরে ভাইয়ের বাড়িতে পৌঁছে যান।
বাড়িতে ঢুকেই মাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, মাকে প্রণাম করেন। এরপর ভাইয়ের বাড়ি থেকে শেষযাত্রায় অংশ নেন। কাঁধে বয়েছেন মায়ের দেহ। ছিলেন শববাহী গাড়িতেও। শ্মশানে পৌঁছনোর পর আবারও মায়ের মরদেহ কাঁধে করে শেষকৃত্যের স্থানে নিয়ে যান মোদী ও তাঁর অন্য ভাইয়েরা। এরপর আচার মেনে মায়ের মুখাগ্নি করেন প্রধানমন্ত্রী। শ্মশানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদীর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা।
মঙ্গলবার হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয় প্রধানমন্ত্রীর মা হীরাবেনের। দ্রুত তাঁকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালের কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকরা মোদীর মায়ের এমআরআই ও সিটি স্ক্যান করেন। বৃহস্পতিবার হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়, হীরাবেনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।