Advertisement

PM Modi on Pulwama Attack: 'আপনাদের বলিদান ভুলব না,' পুলওয়ামা-শহিদদের স্মরণ মোদীর

আজ অর্থাত্‍ মঙ্গলবার পুলওয়ামার শহিদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে ট্যুইটারে মোদী লেখেন, 'পুলওয়ামায় শহিদ হওয়া সেই হিরোদের স্মরণ করছি। আপনাদের আত্মবলিদান আমরা কখনও ভুলব না। সেনা জওয়ানদের সাহসিকতাই শক্তিশালী ও উন্নত ভারত গড়ার অনুপ্রেরণা জোগায়।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Feb 2023,
  • अपडेटेड 12:57 PM IST

পুলওয়ামা হামলার (Pulwama Attack) ৪ বছর পূর্তিতে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।  ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের (Kashmir) পুলওয়ামায় সেনা জওয়ানদের কনভয়ে আত্মঘাতী হামলা চালায়। শহিদ হন ৪০ জন জওয়ান।

আজ অর্থাত্‍ মঙ্গলবার পুলওয়ামার শহিদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে ট্যুইটারে মোদী লেখেন, 'পুলওয়ামায় শহিদ হওয়া সেই হিরোদের স্মরণ করছি। আপনাদের আত্মবলিদান আমরা কখনও ভুলব না। সেনা জওয়ানদের সাহসিকতাই শক্তিশালী ও উন্নত ভারত গড়ার অনুপ্রেরণা জোগায়।'

কী ঘটেছিল ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি?

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ৭৮টি গাড়ির কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই কনভয়ে ছিলেন প্রায় আড়াই হাজার জওয়ান। জঙ্গিদের হামলায় শহিদ হন ৪০ জওয়ান। সেনা জওয়ান ছাড়াও আদিল আহমেদ দার নামে স্থানীয় এক কাশ্মীরি যুবকেরও মৃত্যু হয় হামলায়। 

হামলায় অভিযোগের তির ওঠে পাকিস্তানের দিকে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র ১২ সদস্যের বিশেষ দল ঘটনার তদন্তে নামে। জানা যায়, ৩০০ কিলো বিস্ফোরক নিয়ে একটি গাড়ি ধাক্কা মারে কনভয়ে। তার মধ্যে আরডিএক্স ছিল ৮০ কিলো। 

২০২০ সালের অগাস্টে পুলওয়ামা কাণ্ডে চার্জশিট জমা দেয় এনআইএ। ১৯ জনের নাম ছিল চার্জশিটে।

 

Read more!
Advertisement
Advertisement