Advertisement

Bharat Mata Coin : ১০০ টাকার কয়েন প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর, মুদ্রায় প্রথম স্থান পেল ভারত মাতার ছবি

ছবিটি যেভাবে প্রকাশ করা হয়েছে তা থেকে এটাই বলতে চাওয়া হয়েছে, স্বয়ংসেবকদের কাছে সবার আগে দেশ। ব্যক্তির থেকেও দেশ বড়। অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, 'স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার ছবি প্রকাশ করা হল কয়েনে। এর আলাদা তাৎপর্য রয়েছে। এটা ঐতিহাসিক ঘটনা।' 

Narendra Modi, Rekha Gupta Narendra Modi, Rekha Gupta
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Oct 2025,
  • अपडेटेड 2:43 PM IST
  • ভারত মাতার ছবি সম্বলিত ১০০ টাকার কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • এই প্রথম ভারত মাতার ছবি-সহ কয়েন বানানো হয়েছে

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারত মাতার ছবি সম্বলিত ১০০ টাকার কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম ভারত মাতার ছবি-সহ কয়েন বানানো হয়েছে। এদিন একটি ডাকটিকিট প্রকাশ করা হয়।  

১০০ টাকার সেই কয়েনের এক দিকে রয়েছে জাতীয় প্রতীক। অন্যদিকে ভারত মাতার ছবি। সেখানে দেখা যাচ্ছে, সিংহের গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন দেবী। তাঁর হাতে রয়েছে পতাকা। স্বয়ংসেবকরা বুকে হাত দিয়ে বন্দতা করছেন। 

ছবিটি যেভাবে প্রকাশ করা হয়েছে তা থেকে এটাই বলতে চাওয়া হয়েছে, স্বয়ংসেবকদের কাছে সবার আগে দেশ। ব্যক্তির থেকেও দেশ বড়। অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, 'স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার ছবি প্রকাশ করা হল কয়েনে। এর আলাদা তাৎপর্য রয়েছে। এটা ঐতিহাসিক ঘটনা।' 

 অন্যদিকে ডাকটিকিটটিতে ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আরএসএস কর্মীদের অংশগ্রহণ তুলে ধরা হয়েছে। যা ওই সংগঠনের ঐতিহাসিক অবদানকে তুলে ধরে। সংস্কৃতি মন্ত্রকের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত উপস্থিত ছিলেন। 

ডাকটিকিট নিয়ে নমো বলেন, '১৯৬৩ সালে, আরএসএসের স্বেচ্ছাসেবকরাও ২৬শে জানুয়ারি কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন। তাঁরা দেশপ্রেম বুকে নিয়ে সগর্বে ও সম্মানের সঙ্গে পদযাত্রা করেছিলেন। সংঘের স্বেচ্ছাসেবকরা, যারা দেশসেবা এবং সমাজের উন্নতিতে নিরন্তর নিয়োজিত, তারই প্রতিফলন দেখা যাবে এই ডাকটিকিটে। এই স্মারক মুদ্রা এবং ডাকটিকিটগুলির জন্য আমি দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।' 

১৯২৫ সালে নাগপুরে কেশব বলিরাম হেডগেওয়ার আরএসএসের প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য ছিল নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা, শৃঙ্খলা, সেবা এবং সামাজিক দায়িত্ব বাড়ানো। প্রধানমন্ত্রী মোদী নিজে একজন আরএসএস প্রচারক ছিলেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি ওই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। বছরের পর বছর কাজও করেছেন। 
 

 

Read more!
Advertisement
Advertisement