Advertisement

Presidential Election 2022 Result: ভারতের রাষ্ট্রপতি কে? দ্রৌপদী-যশবন্ত লড়াইয়ের রেজাল্ট আজ

Presidential Election 2022 Result: আজ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন ২০২২-র ফল ঘোষণা। গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। আগামী ২৫ জুলাই হবে শপথগ্রহণ অনুষ্ঠান। ২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হতে চলেছে। ১৮ জুলাই অনুষ্ঠিত ভোটে সংসদের বুথে ৭২৮টি ভোট পড়েছে।

দ্রৌপদী-যশবন্তের লড়াইয়ের আজ ফল ঘোষণাদ্রৌপদী-যশবন্তের লড়াইয়ের আজ ফল ঘোষণা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Jul 2022,
  • अपडेटेड 9:52 AM IST
  • আজ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন ২০২২-র ফল ঘোষণা
  • গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন
  • আগামী ২৫ জুলাই হবে শপথগ্রহণ অনুষ্ঠান

Presidential Election 2022 Result: আজ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন ২০২২-র ফল ঘোষণা। গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। আগামী ২৫ জুলাই হবে শপথগ্রহণ অনুষ্ঠান। ২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হতে চলেছে। ১৮ জুলাই অনুষ্ঠিত ভোটে সংসদের বুথে ৭২৮টি ভোট পড়েছে। এর মধ্যে ৭১৯ জন সাংসদ এবং ৯ জন বিধায়ককেও সংসদ ভবনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে শুরু থেকেই এগিয়ে দ্রৌপদী মুর্মু। বিবেকের ডাকে নিজের ভোট দাবি করেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। তবে কে হবেন দেশের ১৫তম রাষ্ট্রপতি? আজই মিলবে এর উত্তর। সকাল ১১টায় শুরু হবে ভোট গণণা। 

নির্বাচন কমিশন জানিয়েছে, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, হিমাচল প্রদেশ, কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মণিপুর, সিকিম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১০০ শতাংশ ভোট পড়েছে। সংসদ সহ দেশের একাধিক বিধানসভা মিলিয়ে ৩০টি কেন্দ্রে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। 

আরও পড়ুন

দ্রৌপদী মুর্মুর নিজের গ্রামে উদযাপনের প্রস্তুতি

দ্রৌপদী মুর্মুর পক্ষে প্রচুর ভোট পড়েছে বলেই সম্ভাবনা। যদিও গণনাতে দ্রৌপদী মুর্মু জয়লাভ করেন, তাহলে তিনিই হবেন দেশের প্রথম জনজাতি সম্প্রদায়ের মহিলা রাষ্ট্রপতি। অন্যদিকে, দ্রৌপদী মুর্মুর জন্মস্থান ওড়িশার রায়রাংপুরেও উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। ফলাফল প্রকাশের পর মিষ্টি বিতরণ করা হবে। লাড্ডু তৈরি শুরু হয়েছে রায়রংপুরে। শুধু তাই নয়, বিজয়ের পর বিজয় মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় বিজেপি নেতা তপন মহন্ত জানান, ২০ হাজার লাড্ডু তৈরি হচ্ছে। ১০০ টি ব্যানারও বানানো হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনার পরে জে পি নাড্ডার নেতৃত্বে বিজেপির 'অভিনন্দন যাত্রা' -র আয়োজন চলছে জোরকদমে।

Read more!
Advertisement
Advertisement