Advertisement

Narendra Modi: থার্ড টার্মে দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া অ্যাকশন, উত্তরাখণ্ডে হুঁশিয়ারি মোদীর

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলবে। হুমকি এবং খারাপ কথা বলে নিবৃত্ত করা যাবে না। আজ উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার রুদ্রপুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi
Aajtak Bangla
  • উত্তরাখণ্ড,
  • 02 Apr 2024,
  • अपडेटेड 2:58 PM IST
  • প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় মেয়াদে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হামলা হবে
  • আমরা বলি 'ভ্রষ্টচার হটাও' কিন্তু তারা বলে 'ভ্রষ্টাচারীকো বাঁচাও'

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলবে। হুমকি এবং খারাপ কথা বলে নিবৃত্ত করা যাবে না। আজ উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার রুদ্রপুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন যে আগের ৫০-৬০ বছরের তুলনায় গত ১০ বছরে বেশি উন্নয়ন কাজ করা হয়েছে উত্তরাখণ্ডে। মোদী বলেন, 'আপনারা কি মনে করেন না যে দুর্নীতিবাজদের জেলে যাওয়া উচিত। দুর্নীতিবাজরা আমাকে হুমকি দিচ্ছে এবং গালি দিচ্ছে। কিন্তু তারা আমাকে আটকাতে পারবে না। দুর্নীতিবাজদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে।'

প্রধানমন্ত্রী বলেন, 'তৃতীয় মেয়াদে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হামলা হবে। আমরা বলি 'ভ্রষ্টচার হটাও' কিন্তু তারা বলে 'ভ্রষ্টাচারীকো বাঁচাও'। আমার তৃতীয় মেয়াদ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি এবং এই তৃতীয় মেয়াদে আরও বড় কিছু হবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা।'

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং জেএমএম নেতা হেমন্ত সোরেনের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণের মধ্যে প্রধানমন্ত্রীর মন্তব্য এসেছে। তাঁর হাত আরও শক্তি করার আবেদন জানিয়ে মোদী তাঁর তৃতীয় মেয়াদে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেন, 'মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ করা। উন্নয়ন ঘটে যখন উদ্দেশ্য সঠিক হয়। সঠিক উদ্দেশ্য ভালো ফলাফল নিয়ে যায়।'

গত রবিবার উত্তরপ্রদেশের মেরঠের জনসভা থেকেও দুর্নীতি নিয়ে বিরোধীদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি যাতে কেউ টাকা লোপাট করতে না পারে। তবে আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে কিছু লোক বিরক্ত। যখন মোদী পুরো শক্তি দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তারা একটি INDI জোট গঠন করেছে, তারা মনে করে মোদী ভয় পাবে কিন্তু ভারত আমার পরিবার। অনেক দুর্নীতিবাজ জেলে, তারা আদালত থেকে জামিন পাচ্ছেন না। যতই আক্রমণ চালান না কেন মোদী থামবে না। তারা দেশের সেনা, কৃষক বা জেলেদের কল্যাণের কথা ভাবতে পারে না। কংগ্রেস ভারত মায়ের একটি অঙ্গ কেটে শ্রীলঙ্কার হাতে তুলে দিয়ে পাপ করেছে।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement