Advertisement

Seva Teerth: PMO-র নতুন নাম এবার 'সেবা তীর্থ', আরও একাধিক নাম বদল

নতুন পরিচয়ে প্রধানমন্ত্রীর দফতর ‘সেবাতীর্থ’ নামে কার্যক্রম শুরু করতে চলেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। দীর্ঘ দশক ধরে কার্যরত পুরনো প্রাইম মিনিস্টার্স অফিস (PMO) এখন স্থানান্তরিত হচ্ছে রাজধানীর নতুন কমপ্লেক্সে। প্রধানমন্ত্রী স্বয়ং যেভাবে নিজেকে ‘জনতা কা সেবক’ হিসেবে পরিচিত করেন, সেই ভাবনা থেকেই নতুন দফতরের নাম রাখা হয়েছে সেবাতীর্থ।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Dec 2025,
  • अपडेटेड 4:54 PM IST
  • নতুন পরিচয়ে প্রধানমন্ত্রীর দফতর ‘সেবাতীর্থ’ নামে কার্যক্রম শুরু করতে চলেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র।
  • দীর্ঘ দশক ধরে কার্যরত পুরনো প্রাইম মিনিস্টার্স অফিস (PMO) এখন স্থানান্তরিত হচ্ছে রাজধানীর নতুন কমপ্লেক্সে।

নতুন পরিচয়ে প্রধানমন্ত্রীর দফতর ‘সেবাতীর্থ’ নামে কার্যক্রম শুরু করতে চলেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। দীর্ঘ দশক ধরে কার্যরত পুরনো প্রাইম মিনিস্টার্স অফিস (PMO) এখন স্থানান্তরিত হচ্ছে রাজধানীর নতুন কমপ্লেক্সে। প্রধানমন্ত্রী স্বয়ং যেভাবে নিজেকে ‘জনতা কা সেবক’ হিসেবে পরিচিত করেন, সেই ভাবনা থেকেই নতুন দফতরের নাম রাখা হয়েছে সেবাতীর্থ।

বায়ু ভবনের পাশে এক্সিকিউটিভ এনক্লেভ-১-এর তিনটি ভবনের একটিতে থাকবে নতুন পিএমও। পাশাপাশি বাকি দুই ভবনের নামও রাখা হয়েছে সেবাতীর্থ–২ এবং সেবাতীর্থ–৩। এই ভবন দুটিতেই বসবে ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দফতর।

১৪ অক্টোবর থেকে নতুন ঠিকানায় স্থানান্তরের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ক্যাবিনেট সচিব টিভি সোমনাথ সেবাতীর্থ-২ ভবনে চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন বাহিনীর প্রধানদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন।

সরকারি সূত্র জানিয়েছে, ‘সেবাতীর্থ’ নামকরণের মূল লক্ষ্য হলো স্পষ্ট বার্তা দেওয়া, মানুষই প্রথম। নাগরিকদের সুবিধা, সেবা ও কল্যাণই সরকারের প্রধান কর্তব্য, এ কথাই প্রতীকীভাবে তুলে ধরতে চায় এই উদ্যোগ। সেন্ট্রাল ভিস্তা পুনর্গঠন প্রকল্পের আওতায় তৈরি নতুন কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ পর্যায়ে। আগে যার নাম ছিল এক্সিকিউটিভ এনক্লেভ। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার কর্তব্যবোধ, স্বচ্ছতা ও জনসেবাকেই অগ্রাধিকার দিচ্ছে। তাই নতুন অফিস থেকে শুরু করে রাস্তা, প্রতিটি ক্ষেত্রেই প্রতিফলিত হবে ‘জনতার সেবা’ নীতি।

 

Read more!
Advertisement
Advertisement