Advertisement

Priyanka Gandhi : যতই অপারেশন চালান পহেলগাঁওয়ে পর্যটকদের সুরক্ষা দেয়নি সরকার, এটাই সত্যি : প্রিয়াঙ্কা

 বৈসারনের শহিদদের স্মরণ করে বক্তব্য শুরু করেন প্রিয়াঙ্কা। দেশের তিন বাহিনীর সেনার অবদানের কথা মনে করিয়ে দেন। তারপরই কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

Priyanka VadraPriyanka Vadra
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 29 Jul 2025,
  • अपडेटेड 3:32 PM IST
  •  বৈসারনের শহিদদের স্মরণ করে বক্তব্য শুরু করেন প্রিয়াঙ্কা
  • দেশের তিন বাহিনীর সেনার অবদানের কথা মনে করিয়ে দেন

'অপারেশন সিঁদুর' নিয়ে আলোচনা চলছে সংসদে। মঙ্গলবার সেই আলোচনায় অংশ নিয়ে ২৬ জনের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, 'সরকার যতই অপারেএশন চালাক না কেন, বৈসারনে সেদিন কোনও নিরাপত্তা ছিল না, এটাই সত্যি। এই চরম সত্যিকে সরকার কোনওদিন লুকোতে পারবে না।' 

 বৈসারনের শহিদদের স্মরণ করে বক্তব্য শুরু করেন প্রিয়াঙ্কা। দেশের তিন বাহিনীর সেনার অবদানের কথা মনে করিয়ে দেন। তারপরই কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'সোমবার বৈসারনে সন্ত্রাসবাদী হামলা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নানা বিষয়ে কথা বললেন। তবে একবারের জন্যও আমাদের জানালেন না, কেন সেদিন সন্ত্রাসবাদী হামলা হল?'

 প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে প্রিয়াঙ্কা বলেন, 'এই দেশের সব মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। এটা তাঁরা কোনওদিন অস্বীকার করতে পারবেন না। অমিত শাহ এই ঘটনার ২ সপ্তাহ আগে কাশ্মীরে গিয়েছিলেন। সেখান থেকে দাবি করেন ভূস্বর্গ সন্ত্রাসবাদমুক্ত হয়েছে। তাহলে ফের হামলা হল কীভাবে?'

দেশের গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা। বলেন ?যারা হামলা চালাল তারা অনেকদিন ধরে সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। অথচ সরকার তাদের উপর নজর রাখেনি। তাঁর কথায়, 'ওই জঙ্গিরা আগেও হামলা চালিয়েছে। সেনা ও পুলিশ অফিসারকে মেরেছে তারা। তাহলে সরকার তাদের উপর নজরদারি কেন রাখছিল না? আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলো কী করছিল। এই গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান অমিত শাহ। তাঁর তো ঘটনায় দায় নিয়ে পদত্যাগ দেওয়ার কথা। দিলেন না তো? এমনকী দায়ভারও নিলেন না।' 

 তারপরই প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'দেশের সেনার প্রতি আমাদের গর্ব রয়েছে। তবে অপারেশন সিঁদুরের ক্রেডিট তো প্রধানমন্ত্রী নিতে চান। তাতে আমাদের আপত্তি নেই। তবে শ্রেয় না নিয়ে দায়িত্বও নিতে হয়। দেশের ইতিহাসে এই প্রথমবার হল যে যুদ্ধ চলতে চলতে আচমকা বন্ধ হয়ে গেল। আর তার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে দায়িত্বজ্ঞানহীন, তারই প্রমাণ করে।' 

Advertisement

অমিত শাহকে আক্রমণ করে প্রিয়াঙ্কা বলেন, 'অমিত শাহ বলেছেন, পাকিস্তানের ভারতের কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনও উপায় ছিল না। আমি জানতে চাই, কেন সেই সুযোগ দিলেন? এর জবাব তো দিলেন না আপনারা। শত্রু যখন ভেঙে পড়ছে তখন কেন ভারত থেমে গেল? যতই পাকিস্তানের উপর অপারেশন চালানো হোক না কেন, পহেলগাঁওয়ে পর্যটকদের সুরক্ষা দেয়নি সরকার, তাদের একা ছেড়ে দিয়েছিল,এটাই সত্যি।'   
   

Read more!
Advertisement
Advertisement