পঞ্জাব সরকার (Punjab) ট্রাফিক নিয়ম সম্পর্কে একটি নয় বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘন করলে শুধু জরিমানাই নেওয়া হবে না, ভুলের পুনরাবৃত্তি করলে জরিমানাও দ্বিগুণ করা হবে। সেই সঙ্গেই বলা হয়েছে, মদ্যপান করে গাড়ি চালালে তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হবে। পাশাপাশি নিকটস্থ হাসপাতালে কমিউনিটি সেবা করতে হবে বা এক দিতে হবে ইউনিট রক্ত।
ট্রাফিক নিয়ম লঙ্ঘন রুখতে পঞ্জাব সরকার এই যে নিয়ম করেছে, তা নিয়ে এখন রীতিমতো আলোচনা চলছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘনের শাস্তি হিসেবে ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হবে। এর মধ্যে রয়েছে ওভারস্পিডিং, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ট্রিপল রাইডিং এবং লাল বাতি না মানা।
কোন নিয়ম লঙ্ঘনের জন্য কত জরিমানা
ওভারস্পিডিং-এর জন্য বর্তমানে এখন এক হাজার টাকা জরিমানা করা হবে। তবে কেউ বারবার একই ভুল করলে জরিমানার অর্থ দ্বিগুণ করা হবে। এছাড়া মদ্যপান করে গাড়ি চালানো ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে দিতে হবে ৫ হাজার টাকা জরিমানা। এই নিয়ম দ্বিতীয়বার লঙ্ঘন করলে জরিমানার পরিমাণও হবে দ্বিগুণ। ওভারলোডেড যানবাহনের ক্ষেত্রে প্রথমবার দিতে হবে ২০ হাজার টাকা জরিমান। পরেরবার জরিমানা দিতে হবে দ্বিগুণ।
লাল বাতি না মানলে দিতে হবে এক হাজার টাকা
রেড সিগন্যাল ভাঙলে বা ট্রিপল রাইডিং করলে প্রথমবার দিতে হবে একহাজার টাকা। পরেরবার একই ভুল করে ধরা পড়লে জরিমানার অর্থও হবে দ্বিগুণ। প্রসঙ্গত পঞ্জাবের গড়ে প্রতিদিন ১৩ জন মানুষ পথ দুর্ঘটনায় (Road Accident) মারা যান।
আরও পড়ুন - ITBP-তে মাধ্যমিক পাশেই চাকরি, লাখ টাকার ওপরে বেতন