Advertisement

Punjab Municipal Election Results 2021 : পঞ্জাবের পৌর নির্বাচনে কংগ্রেসের ঝড়, সাফ বিজেপি-অকালি দল

পঞ্জাবের পৌর নির্বাচনে দুর্দান্ত ফল কংগ্রেসের। বুধবার ঘোষিত ফলাফলে পৌর নির্বাচনে আধিপত্য দেখা গিয়েছে কংগ্রেসের। মুথ থুবড়ে পড়েছে বিজেপি। বাটলা, বাটিন্দা, মোগা, কপুরতলা, পাঠানকোট পৌর নির্বাচনে জিতেছে কংগ্রেস। কৃষক আন্দোলনের শুরু পঞ্জাব থেকেই হয়েছিল। ফলে কৃষি আন্দোলনের সময়ে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

ভোটে জয়ী প্রার্থীরা। ছবি-আজ তক
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Feb 2021,
  • अपडेटेड 3:12 PM IST
  • পঞ্জাবের পৌর নির্বাচনে কংগ্রেসের ঝড়
  • সাফ বিজেপি-অকালি দল
  • কৃষি আন্দোলনের সময়ে গুরুত্বপূর্ণ নির্বাচন

পঞ্জাবের পৌর নির্বাচনে দুর্দান্ত ফল কংগ্রেসের। বুধবার ঘোষিত ফলাফলে পৌর নির্বাচনে আধিপত্য দেখা গিয়েছে কংগ্রেসের। মুথ থুবড়ে পড়েছে বিজেপি। বাটলা, বাটিন্দা, মোগা, কপুরতলা, পাঠানকোট পৌর নির্বাচনে জিতেছে কংগ্রেস। কৃষক আন্দোলনের শুরু পঞ্জাব থেকেই হয়েছিল। ফলে কৃষি আন্দোলনের সময়ে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

এখন পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে তা অনুযায়ী
• বাটলা পৌর কর্পোরেশন: কংগ্রেস ৩৫, আকালি দল ৬, বিজেপি ৪, আপ ৩, নির্দল ১
• মোগা পৌর কর্পোরেশন: কংগ্রেস ২০, আকালি দল ১৫, বিজেপি ১, আপ ৪, নির্দল ১০
• কপুরতলা পৌর কর্পোরেশন: কংগ্রেস ৪৩, আকালি দল ৩, নির্দল ২
• পাঠানকোট পৌর কর্পোরেশন: কংগ্রেস ৩৭,, আকালী দল ১, বিজেপি ১১, নির্দল ১
• আবোহর পৌর কর্পোরেশন: কংগ্রেস ৪৯, আকালি দল ১

রেকর্ড কংগ্রেসের

কংগ্রেস নেতা মনপ্রীত সিং বাদল টুইট করে জানিয়েছেন, কংগ্রেস বাথিন্ডায় জিতেছে। প্রায় ৫৩ বছর পরে বাথিন্ডায় কংগ্রেসের মেয়র হতে চলেছে। এর আগে এটি অকালি দলের হাতে ছিল।

আরও পড়ুন, কৃষকদের দিল্লি চলো অভিযান আটকাতে হরিয়ানায় চলল কাঁদানে গ্যাস, জলকামান 

একনজরে পঞ্জাবের এই নির্বাচন

গত ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে এই পৌর নির্বাচনের ভোটদান হয়েছিল। মোট ৭১ শতাংশ ভোট পড়েছিল। ৯২২২ জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছিল।  রাজনৈতিক দলগুলির থেকে এবারের নির্বাচনে সবথেকে বেশি নির্দল প্রার্থী অংশ নিয়েছিল এই নির্বাচনে। রাজনৈতিক দলগুলির মধ্যে কংগ্রেসের বেশি প্রার্থী ছিল। ২০৩৭ জন প্রার্থী দাঁড়িয়েছিল হাত চিহ্নে। বিজেপির এবারের নির্বাচনে ১০০৩ প্রার্থী দিয়েছিল। ২০২২ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচন। তার আগেই এই ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কৃষি আন্দোলন

বিশেষত কৃষক আন্দোলন ঘিরে উত্তাল রয়েছে দেশের রাজনীতি। সর্বপ্রথম পঞ্জাব থেকেই শুরু হয়েছিল এই আন্দোলন। সেই পঞ্জাবের ভোটেই দেখা গেল কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির। কোথাও কোথাও দেখা গিয়েছে খাতাই খুলতে পারেনি পদ্মশিবির। অকালি দলও বিজেপির সঙ্গ ত্যাগ করেছে কৃষক আইন ইস্যুতে। কিন্তু বাস্তবে আলাদা লড়েও খুব একটা ভালো ফল করতে পারেনি অকালি দল। পঞ্জাবের বিভিন্ন পুরসভা নির্বাচনে কার্যত ঝড় তুলেছে কংগ্রেস। ফলে এতে লম্বা হাসি ফুটতে চলেছে রাহুন গান্ধীর মুখে, তা বলাই বাহুল্য।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement