Advertisement

Rahul Gandhi: সীমা, সুইটি কারা? হরিয়ানায় ব্রাজিলীয় মডেলের ২২ বার ভোট, রাহুলের 'হাইড্রোজেন বোমা' ফাটল

হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিভিন্ন নামে ২২ বার ভোট দিয়েছেন এক ব্রাজিলিয়ান মডেল। কখনও সীমা, কখনও সরস্বতী নামে ভোট দিয়েছেন। বুধবার দুপুরে সাংবাদিক সন্মেলনে এমনই বিস্ফোরক দাবি করলেন রাহুল গান্ধী।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Nov 2025,
  • अपडेटेड 1:24 PM IST
  • হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিভিন্ন নামে ২২ বার ভোট দিয়েছেন এক ব্রাজিলিয়ান মডেল।
  • কখনও সীমা, কখনও সরস্বতী নামে ভোট দিয়েছেন।

হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিভিন্ন নামে ২২ বার ভোট দিয়েছেন এক ব্রাজিলিয়ান মডেল। কখনও সীমা, কখনও সরস্বতী নামে ভোট দিয়েছেন। বুধবার দুপুরে সাংবাদিক সন্মেলনে এমনই বিস্ফোরক দাবি করলেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'রাজ্যের ভোটার তালিকায় অন্তত ২৫ লক্ষ জাল ভোটার অন্তর্ভুক্ত, যা মোট ভোটারের প্রায় ১২ শতাংশ। কংগ্রেসের সম্ভাব্য জয়কে পরাজয়ে রূপান্তর করতে পরিকল্পিতভাবে পদ্ধতিগত কারসাজি চালানো হয়েছে।'

রাহুল অভিযোগ করেন, 'হরিয়ানায় প্রতি আটজন ভোটারের মধ্যে একজন ভুয়ো। আমাদের দল ৫.২১ লক্ষ নকল ভোটার এন্ট্রি খুঁজে পেয়েছে।' তিনি আরও জানিয়েছেন যে, ভোটার তালিকায় আকর্ষণীয় উদাহরণ রয়েছে। যেখানে ব্রাজিলিয়ান মডেলের ছবি, সীমা, সুইটি এবং সরস্বতী। প্রায় ২২ বার ভোট দিয়েছে বলে দেখা যাচ্ছে।

রাহুল গান্ধী বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষতি করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, 'সমস্ত এক্সিট পোল হরিয়ানায় কংগ্রেসের জয়ের ইঙ্গিত দেয়। তবে পোস্টাল ব্যালট প্রকৃত ভোটের সঙ্গে মিলছে না, যা আগে কখনও ঘটেনি।'

তবে নির্বাচন কমিশন সূত্র বলেছে যে, রাহুল গান্ধীর দাবি ভিত্তিহীন। সূত্রের তথ্য অনুযায়ী, হরিয়ানায় ভোটার তালিকার বিরুদ্ধে কোন আপিল দায়ের করা হয়নি। বর্তমানে ৯০টি বিধানসভা আসনের মধ্যে হাইকোর্টে মাত্র ২২টি নির্বাচনী আবেদন বিচারাধীন রয়েছে, যা ফলাফলের বিরুদ্ধে সীমিত আইনি চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।

গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর প্রশ্ন তুলে করে রাহুল বলেন, 'আমরা শুধুমাত্র নির্বাচন কমিশনকেই নয়, পুরো নির্বাচনী প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করছি। কংগ্রেসের বিশাল জয়কে পরাজয়ে রূপান্তর করার জন্য পরিকল্পিতভাবে ভোটে কারসাজি চালানো হয়েছে।'
 

 

Read more!
Advertisement
Advertisement