Advertisement

Rahul Gandhi conviction: 'মোদী' মানহানিতে দোষী রাহুল, পাল্টা মামলা বিরোধীদের, তপ্ত কংগ্রেস অফিসে জোর নিরাপত্তা 

রাহুল গান্ধীকে বৃহস্পতিবার তাঁর "মোদী পদবী" মন্তব্যের জন্য ২০১৯ ফৌজদারি মানহানির মামলায় সুরাটের একটি আদালত দুবছরের কারাদণ্ড দিয়েছে। আদেশটি রাহুল গান্ধীর জন্য একটি ধাক্কা। তাঁর লোকসভা সাংসদ পদও হারানোর উপক্রম। রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদীর অভিযোগের ভিত্তিতে। 

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 24 Mar 2023,
  • अपडेटेड 1:03 PM IST
  • রাহুল গান্ধীকে বৃহস্পতিবার তাঁর "মোদী পদবী" মন্তব্যের জন্য ২০১৯ ফৌজদারি মানহানির মামলায় সুরাটের একটি আদালত দুবছরের কারাদণ্ড দিয়েছে।
  • আদেশটি রাহুল গান্ধীর জন্য একটি ধাক্কা। তাঁর লোকসভা সাংসদ পদও হারানোর উপক্রম।

রাহুল গান্ধীকে বৃহস্পতিবার তাঁর "মোদী পদবী" মন্তব্যের জন্য ২০১৯ ফৌজদারি মানহানির মামলায় সুরাটের একটি আদালত দুবছরের কারাদণ্ড দিয়েছে। আদেশটি রাহুল গান্ধীর জন্য একটি ধাক্কা। তাঁর লোকসভা সাংসদ পদও হারানোর উপক্রম। রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদীর অভিযোগের ভিত্তিতে। 

‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করতে চলেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভা সচিবালয়ের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে। বিরোধিতা করে আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেসও।

আরও পড়ুন-ছাতায় মুখ ঢেকে হেঁটে যাচ্ছেন খলিস্তানি নেতা অমৃতপাল, প্রকাশ্যে সিসি ক্যামেরা ফুটেজ

শুক্রবার দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে ১৪টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি(ইউ), ডিএমকে্র পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-ও। ইতিমধ্যেই মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। লোকসভার অধিবেশনও ভণ্ডুল হয়েছে এদিন।

সুরাত জেলা আদালতের বিচারক এইচএইচ বর্মা অবশ্য রাহুলকে ১০ হাজার টাকার জামিনে মুক্তি দিয়ে ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিল করার অনুমতি দিয়েছেন। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ-বিধায়কের দু’বছর বা তার বেশি কারাদণ্ড হলে তৎক্ষণাৎ সাংসদ বা বিধায়ক পদ চলে যাবে। 

জানা যাচ্ছে, ২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারে মোদী পদবি নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী। সেই নিয়েই হয় মানহানির মামলা। সেই মামলাতেই রাহুলকে ২ বছরের জেলের সাজায় দণ্ডিত করেছে সুরাটের জেলা আদালত। যদিও এই রায় সামনে আসতেই মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। 

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement