Advertisement

Rahul Gandhi: রাহুল গান্ধীকে ডেকে জিজ্ঞাসাবাদ না নোটিস... ধাক্কা-কাণ্ডে কী করবে দিল্লি পুলিশ?

প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুতকে ধাক্কা দিয়েছেন রাহুল গান্ধী। এমনটাই অভিযোগ করেছে বিজেপি। দিল্লি পুলিশ প্রথমে দু'জন সাংসদের বয়ান রেকর্ড করবে। এরপর ঘটনার ভিডিও খতিয়ে দেখবে পুলিশ।

রাহুলের বিরুদ্ধে এফআইআর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Dec 2024,
  • अपडेटेड 3:10 PM IST
  • দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দৃশ্যটি পুনর্নির্মাণ করবে দিল্লি পুলিশ।
  • সেজন্য লাগবে স্পিকারের অনুমতি।

সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ চত্বরেই হাতাহাতি শাসক-বিরোধী সাংসদদের! বিজেপি-কংগ্রেস দুই দলই পরস্পরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছে। আহত দু'জন বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুত এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। ওই এফআইআর-এর ভিত্তিতে পুলিশ এবার কী ব্যবস্থা নেবে? 

প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুতকে ধাক্কা দিয়েছেন রাহুল গান্ধী। এমনটাই অভিযোগ করেছে বিজেপি। দিল্লি পুলিশ প্রথমে দু'জন সাংসদের বয়ান রেকর্ড করবে। এরপর ঘটনার ভিডিও খতিয়ে দেখবে পুলিশ। পুলিশ ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফুটেজের পাশাপাশি সাংবাদিকদের ক্যামেরায় রেকর্ড করা ভিডিও সংগ্রহ করবে।

সূত্রের খবর,আহত সাংসদের বয়ান রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরে দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দৃশ্যটি পুনর্নির্মাণ করবে দিল্লি পুলিশ। সেজন্য লাগবে স্পিকারের অনুমতি। এই সমস্ত প্রক্রিয়ার পরে পোক্ত প্রমাণ মিললে রাহুল গান্ধীকে নোটিস পাঠানো হবে।

ঘটনার সূত্রপাত কীভাবে?

আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের বিরুদ্ধে সংসদে বিক্ষোভ করছিলেন কংগ্রেস সাংসদরা। সেই সময় কংগ্রেসের বিরুদ্ধেও পাল্টা বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি সাংসদরা। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ সংসদের মকরদ্বারে কংগ্রেস সাংসদরা প্রতিবাদ করছিলেন। তখন মকর দ্বারে দাঁড়িয়েছিলেন বিজেপি সাংসদরাও। দু'তরফেই শুরু হয় স্লোগান। প্রায় ২০ মিনিট ধরে চলে বিতণ্ডা। গেরুয়া শিবির অভিযোগ করে, দু'পক্ষের হট্টগোলের সময় রাহুল গান্ধী একজন বিজেপি সাংসদকে ধাক্কা দেন। তিনি বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গির ওপর পড়েন। ধস্তাধস্তিতে জখম হন সারেঙ্গি ও আর এক বিজেপি সাংসদ মুকেশ রাজপুত।

পুরো ঘটনা প্রসঙ্গে প্রতাপ সারঙ্গী বলেন,'আমি সিঁড়িতে দাঁড়িয়ে ছিলাম। রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা দেন। সেই সাংসদ আমার উপর এসে পড়েন। তার জেরে চোট লাগে'।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement