Advertisement

Rahul Gandhi : রামকে পৌরাণিক চরিত্র বললেন রাহুল, হিন্দু বিরোধী বলে আক্রমণ বিজেপির

ভগবান রাম একজন পৌরানিক চরিত্র। আমেরিকার এক বিশ্ববিদ্য়ালয়ের কথোপকথনে এই মন্তব্য করে আক্রমণের শিকার কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Rahul Gandhi Rahul Gandhi
Aajtak Bangla
  • ওয়াশিংটন ,
  • 04 May 2025,
  • अपडेटेड 2:09 PM IST
  • ভগবান রাম একজন পৌরানিক চরিত্র
  • আমেরিকার এক বিশ্ববিদ্য়ালয়ের কথোপকথনে এই মন্তব্য করে আক্রমণের শিকার কংগ্রেস নেতা রাহুল গান্ধী

ভগবান রাম একজন পৌরানিক চরিত্র। আমেরিকার এক বিশ্ববিদ্য়ালয়ের কথোপকথনে এই মন্তব্য করে আক্রমণের শিকার কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের এই মন্তব্যকে মোটেও ভালোভাবে নেয়নি বিজেপি। তাঁকে রাম বিরোধী বলে তোপ দেগেছে গেরুয়া শিবির।

লোকসভার বিরোধী দলনেতা এই মন্তব্য করেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সে। হিন্দু জাতীয়তাবাদের আধিপত্যের যুগে সমস্ত সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে ধর্মনিরপেক্ষ রাজনীতি কীভাবে করা যেতে পারে? এই প্রশ্ন করা হয়েছিল রাহুলকে। তার পরিপ্রেক্ষিতেই রামকে পৌরাণিক চরিত্র বলে উল্লেখ করেন তিনি।

বিজেপি-কে আক্রমণও করেন রাহুল। তিনি জানান, ভারতের কোওও মণীষী ধর্মান্ধ ছিলেন না। তিনি নিজেও বিজেপির ধারণাকে প্রকৃত হিন্দুত্ববাদী বলে মনে করেন না। 

রাহুল বলেন, 'আমাদের অনেক পৌরাণিক চরিত্র রয়েছে। রাম তাঁদের মধ্যে অন্যতম। রাম ছিলেন ক্ষমাশীল ও করুণার সাগর। বিজেপি যেটাকে বলে সেটাকে আমি হিন্দুত্ববাদ বলে মনে করি না। এই ধর্ম বহুগুণে বহুত্ববাদী, গ্রহণযোগ্য ও সংবেদনশীল বলে আমার মত। প্রতিটি রাজ্য এবং সম্প্রদায়ে এমন মানুষ আছেন, যাঁরা এই ধারণার উপর দাঁড়িয়ে জীবন-যাপন করেন। এমনকী মৃত্যুবরণও করেছিলেন।  আমার কাছে, মানুষের বিরুদ্ধে ঘৃণা আসে ক্রোধ ও ভয় থেকে। আপনি যদি ভয় না পান, তবে আপনি কাউকে ঘৃণা করেন না।'

বিজেপি-কে নিয়ে রাহুল বলেন, 'চিন্তাভাবনার দিক থেকে আমার মনে হয়, বিজেপি অনেক সীমাবন্ধ। এখন তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে দেশ চালাচ্ছে। বিপুল পরিমাণ সম্পদ এবং ক্ষমতা রয়েছ। কিন্তু তারা কোনওভাবেই ভারতীয় চিন্তাবিদদের বৃহৎ সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব করে না,' বলেন গান্ধী। 

এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসার রাহুলের সমালোচনা করেছে বিজেপি। তাদের তরফে অভিযোগ করা হয়, রাম মন্দির নির্মাণের সময়ও বিরোধিতা করেছিলেন রাহুল। 

বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ট্যুইটারে লেখেন, 'হিন্দু এবং ভগবান রামের অপমান করা কংগ্রেস দলের পরিচয় হয়ে উঠেছে। একসময় কংগ্রেস হলফনামায় ভগবান রামের অস্তিত্ব অস্বীকার করেছিল। আবার রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেছিল। তারা এখন রামকে পৌরাণিক বলছে। রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধী রাম মন্দির প্রতিষ্ঠায় যোগ দেননি। এর থেকেই স্পষ্ট হয়ে যায়, তারা হিন্দু ধর্ম বিরোধী।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement