রাজস্থানে ধর্ষণ বাড়ছে। তা নিয়ে আফসোস নেই, বরং ধর্ষণের সংখ্যা বাড়ায় তা নিয়ে রীতিমতো 'গর্বিত' সেই রাজ্যের মন্ত্রী। আর এমন মন্তব্য করলেন যা নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। ওই রাজ্যের পরিষদীয় মন্ত্রী শান্তি ধারিওয়াল বলেন, ' 'রাজস্থান পুরুষের রাজ্য, তাই ধর্ষণে এক নম্বর!'
বুধবার রাজস্থানের বিধানসভায় অধিবেশন চলছিল। সেখানে বক্তব্য রাখতে ওঠেন মন্ত্রী শান্তি ধারিওয়াল। তিনি বলেন, 'ধর্ষণে রাজস্থান এক নম্বর রাজ্য। এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কেন আমরা ধর্ষণে এগিয়ে। কারণ, আমাদের রাজ্য হল পুরুষদের রাজ্য।'
এই খবর সামনে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়। শান্তি ধারিওয়ালের সমালোচনা করেন অনেকে। একজন মন্ত্রী হয়েও এমন মন্তব্য কীভাবে করলেন তিনি, সেই প্রশ্ন উঠতে শুরু করে।
শান্তি ধারিওয়ালের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামে BJP। দলের মুখপাত্র শেহজাদ বলেন, 'মন্ত্রীর মন্তব্যে আমরা মর্মাহত, কষ্ট পেয়েছি তবে অবাক হইনি। তিনি শুধু নারীদের অপমান করেছেন তাই নয়, বিধানসভারও অপমান করেছেন।'
সেই রাজ্যের BJP প্রধান সতীশ পুনিয়া বলেন, 'ধর্ষণ এবং পুরুষের নামে মহিলাদের অপমান করেছেন ওই মন্ত্রী। এই নির্লজ্জ স্বীকারোক্তি শুধুমাত্র রাজ্যের মহিলাদের জন্যই অপমান নয়, পুরুষদের মর্যাদাও ক্ষুন্ন করেছে৷ প্রিয়াঙ্কা গান্ধি জি আপনি এখন কী বলবেন, কোনও পদক্ষেপ করবেন?'