Advertisement

Mahua Moitra: 'রামরাজ্য তো বেশ দামী বিষয়,' BJP-কে টার্গেট-ট্যুইট মহুয়ার

ট্যুইটারে মহুয়া দাবি করেছেন, ২০২২ সালে ৫ রাজ্যের নির্বাচনে মোট ৩৪০ কোটি টাকা খরচ করেছে বিজেপি (BJP)। তারমধ্যে ২২১ কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র উত্তরপ্রদেশ নির্বাচনেই।

মহুয়া মৈত্র
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 Sep 2022,
  • अपडेटेड 3:59 PM IST

নির্বাচনে বিজেপি (BJP)-র খরচ নিয়ে এবার গেরুয়া ব্রিগেডকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। লিখলেন, 'রাম রাজ্য স্পষ্টতই খরচসাপেক্ষ বিষয়।'

ট্যুইটারে মহুয়া দাবি করেছেন, ২০২২ সালে ৫ রাজ্যের নির্বাচনে মোট ৩৪০ কোটি টাকা খরচ করেছে বিজেপি (BJP)। তারমধ্যে ২২১ কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র উত্তরপ্রদেশ নির্বাচনেই। মহুয়া লিখছেন, 'এটা ঘোষিত খরচ। আরও বেশি হয়েছে হয়তো, অফিসিয়াল হিসেবে তা দেখানো হয়নি।'

এর আগে অগাস্ট মাসে বিজেপি নেতাদের দামি ব্র্যান্ডের ব্যাগ ব্যবহারকে কটাক্ষ করেছিলেন মহুয়া। সপ্তাহ খানেক আগে কংগ্রেসের 'ভারত জোড়ো' যাত্রায় রাহুল গান্ধীর টি-শার্টের ব্র্যান্ডকে টার্গেট করেছিল বিজেপি। বিজেপির- দাবি ছিল, রাহুল যে টি-শার্ট পরেছেন, তার দাম ৪১ হাজার টাকা। সেখানেও মহুয়া কটাক্ষ করে ট্যুইট করেছিলেন, 'ব্যাগ, টি-শার্ট ভুলে যান, সব খাঁকি হাফপ্যান্টের মূল্য চোকাচ্ছে ভারতীরা।'

আরও পড়ুন: Mahua Moitra Kaali Controversy: কালী মন্তব্য বিতর্ক: 'দায় এড়াতে পারে না TMC, অ্যাকশন নিতে হবে,' মহুয়া নিয়ে দাবি সুকান্তর

আরও পড়ুন: Mahua Moitra: 'দেখা হবে আদালতে', কালী বিতর্কে FIR দায়ের নিয়ে জবাব মহুয়ার

গত রবিবার শিক্ষকদের স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে দলের সংগঠনে জোর দেওয়ার কথা বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির একটি অনুষ্ঠানে হাজির হয়ে কৃষ্ণনগরের সাংসদ বলেন, 'শিক্ষকেরা যদি দল করতে চান, সে ক্ষেত্রে তাঁদের মাধ্যমে দলকে যাতে আরও বাড়ানো যায়, আমি সেই চেষ্টা করব।' দলে শিক্ষকদের যোগ্য সম্মান এবং প্রাপ্য মর্যাদা দেওয়ার পক্ষে সওয়াল করে মহুয়া আরও বলেন, শুধু ভোটের প্রচারের জন্য শিক্ষকদের সাহায্য চাওয়া উচিত হয় না।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement