Advertisement

PM Modi in Ayodhya: সেজে উঠেছে 'রামের শহর', অযোধ্যা সফরের আগে উন্নয়ন-বার্তা মোদীর

শনিবার অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় নবনির্মীত বিমানবন্দর এবং নতুন রূপে সাজানো রেলস্টেশনের উদ্বোধন করবেন মোদী। অযোধ্যা সফরের আগে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। 

Aajtak Bangla
  • অযোধ্যা,
  • 30 Dec 2023,
  • अपडेटेड 11:05 AM IST
  • শনিবার অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • অযোধ্যায় নবনির্মীত বিমানবন্দর এবং নতুন রূপে সাজানো রেলস্টেশনের উদ্বোধন করবেন মোদী।
  • অযোধ্যা সফরের আগে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। 

রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সেজে উঠেছে অযোধ্যা। শনিবার অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় নবনির্মীত বিমানবন্দর এবং নতুন রূপে সাজানো রেলস্টেশনের উদ্বোধন করবেন মোদী। অযোধ্যা সফরের আগে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। 

কী বললেন মোদী? 

অযোধ্যা সফরের আগে এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, 'ভগবান শ্রী রামের শহর অযোধ্যার ঐতিহ্য ধরে রাখতে বিশ্বমানের নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে আমাদের সরকার বদ্ধপরিকর। নবনির্মীত বিমানবন্দরের উদ্বোধন করব। সেই সঙ্গে 
সংস্কার করা রেল স্টেশনের উদ্বোধন করব।' এছাড়াও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন মোদী। 

শনিবার সকাল সাড়ে ১০টার পর নবরূপে সাজানো অযোধ্যা রেল স্টেশনের উদ্বোধন করবেন মোদী। তার পরে নতুন অমৃত ভারত ট্রেন এবং বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এদিন রোড শো করারও কথা রয়েছে মোদীর। পরে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। 

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ হাজারেরও বেশি মানুষ যোগ দেবেন এই অনুষ্ঠানে। লোকসভা নির্বাচনে এ বার মোদী বাহিনীকে হঠাতে এককাট্টা হয়েছে বিরোধীরা। তৈরি হয়েছে বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'। মোদী বাহিনীকে গদিচ্যুত করতে ঘুঁটি সাজাচ্ছে বিরোধী শিবির। এই আবহে ২০২৪ সালের নির্বাচনের আগে রাম মন্দিরের উদ্বোধন রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।


রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র দুনিয়ার একঝাঁক তারকাকেও রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, চিরঞ্জীবী, অনুপম খের, অরুণ গোভিলরা। আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পপতি মুকেশ অম্বানীকেও। তবে শাহরুখ খান, সলমন খান, আমির খানদের কেন আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে। 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement