Advertisement

পিছনে বসে মহিলা যাত্রী, চলন্ত বাইকে হস্তমৈথুন Rapido চালকের; গ্রেফতার

মহিলার অভিযোগ, প্রথমেই তিনি দেখেন, অ্যাপে রেজিস্টার্ড বাইক নয়, অন্য একটি বাইক নিয়ে আসে চালক। তবে বাড়ি ফেরার তাড়া থাকায় তিনি বাইকে চড়ে বসেন। এরপর মহিলা জানান, যাত্রাপথে একটি ফাঁকা রাস্তা পড়ে। সেখানে গাড়ি-লোকজন কম ছিল। তাঁর কথায়, 'দেখি চালক এক হাতে বাইক চালাচ্ছে এবং অপর হাতে অশ্লীল কাজ করছে(বাইক চালাতে চালাতে হস্তমৈথুন করছে)।' 

চলন্ত বাইকে হস্তমৈথুন Rapido চালকের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2023,
  • अपडेटेड 11:26 AM IST
  • Rapido চালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ।বাইক ট্যাক্সি চালানোর সময়ে চালক হস্তমৈথুন করেছেন বলে অভিযোগ করেছেন এক মহিলা যাত্রী।
  • অথীরা নামের ওই মহিলা জানিয়েছেন, শুক্রবার টাউল হলে মণিপর হিংসার প্রতিবাদ জমায়েতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফেরার জন্য একটি Rapido বুক করেন। ইলেকট্রনিক সিটিতে তাঁর বাড়ি। 
  • মহিলা জানান, যাত্রাপথে একটি ফাঁকা রাস্তা পড়ে। সেখানে গাড়ি-লোকজন কম ছিল। তাঁর কথায়, 'দেখি চালক এক হাতে বাইক চালাচ্ছে এবং অপর হাতে অশ্লীল কাজ করছে(বাইক চালাতে চালাতে হস্তমৈথুন করছে)।' 

Rapido চালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। বাইক ট্যাক্সি চালানোর সময়ে চালক হস্তমৈথুন করেছে বলে অভিযোগ করেছেন এক মহিলা যাত্রী। তাঁকে নামানোর পর চালক যৌন হেনস্থা করেছে বলে জানিয়েছেন তিনি। শনিবার বেঙ্গালুরু পুলিশে অভিযুক্ত চালককে গ্রেফতার করে। টুইটারে নিজের ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছেন। 

অথীরা নামের ওই মহিলা জানিয়েছেন, শুক্রবার টাউল হলে মণিপর হিংসার প্রতিবাদ জমায়েতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফেরার জন্য একটি Rapido বুক করেন। ইলেকট্রনিক সিটিতে তাঁর বাড়ি। 

মহিলার অভিযোগ, প্রথমেই তিনি দেখেন, অ্যাপে রেজিস্টার্ড বাইক নয়, অন্য একটি বাইক নিয়ে আসে চালক। তবে বাড়ি ফেরার তাড়া থাকায় তিনি বাইকে চড়ে বসেন। এরপর মহিলা জানান, যাত্রাপথে একটি ফাঁকা রাস্তা পড়ে। সেখানে গাড়ি-লোকজন কম ছিল। তাঁর কথায়, 'দেখি চালক এক হাতে বাইক চালাচ্ছে এবং অপর হাতে অশ্লীল কাজ করছে(বাইক চালাতে চালাতে হস্তমৈথুন করছে)।' 

এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন মহিলা। কিন্তু নিজের নিরাপত্তার কথা ভেবে কিছু বলেননি। বেশ কিছুটা সময় পর তাঁর ভয়াবহ বাইক যাত্রা শেষ হয়। তাঁর দেওয়া লোকেশনে নামিয়ে দেয় চালক। দ্রুত বাড়ির পথে হাঁটা দেন মহিলা। লোকেশন থেকে প্রায় ২০০ মিটার আগেই তাঁকে নামিয়ে দিতে বলেন তিনি।

কিন্তু এখানেই তাঁর খারাপ অভিজ্ঞতা শেষ হয়নি। মহিলার অভিযোগ, এরপরেই তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে শুরু করে ওই চালক। হোয়াটসঅ্যাপে মেসেজেও তাঁকে কুরুচিকর ইঙ্গিত করা হয়। মেসেজের স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন ওই মহিলা।

টুইটে মহিলা জানিয়েছেন, প্রথমে তিনি Rapido-তে অটো-ই বুক করতে চেয়েছিলেন। কিন্তু বারবার বুকিং বাতিল হতে থাকে। আর সেই কারণেই শেষ পর্যন্ত বাধ্য হয় বাইকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তাতে যে তাঁর এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে, তা তিনি কল্পনাও করেননি। 

Advertisement

মহিলা প্রশ্ন তুলেছেন, Rapido অ্যাপে চালকদের বিষয়ে সঠিক খোঁজখবর নেওয়া হয় তো? চালকদের নিরাপত্তাকে সবসময়ে অগ্রাধিকার দেওয়া উচিত্। এখনও পর্যন্ত ওই চালক আমাকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে চলেছে। 

তাঁর টুইটের রিপ্লাইতে বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ইলেকট্রনিক সিটি পুলিশ অভিযুক্ত চালকের বিরুদ্ধে FIR দায়ের করেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement