Advertisement

Lalu Prasad Yadav Daughter Rohini: লালুর প্রাণ বাঁচাচ্ছেন মেয়ে রোহিণী, দান করছেন নিজের কিডনি

কয়েক বছর ধরে দিল্লি এইমসে চিকিৎসাধীন ছিলেন লালু। সেখানকার চিকিৎসকরা তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেননি। কিন্তু সিঙ্গাপুরের হাসপাতাল কিডনি প্রতিস্থাপন করার কথা জানিয়েছে। ২০ থেকে ২৪ নভেম্বরের মধ্যে ফের সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে পারেন লালুপ্রসাদ। সম্ভবত তখন তাঁর কিডনি প্রতিস্থাপনের জন্য অপারেশন করা হবে।

সকন্যা লালুপ্রসাদ যাদব। সকন্যা লালুপ্রসাদ যাদব।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Nov 2022,
  • अपडेटेड 12:17 PM IST
  • গত অক্টোবরে সিঙ্গাপুরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন লালুপ্রসাদ।
  • সেখানকার চিকিৎসকরা আরজেডি প্রধানকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন।
  • তার পর রোহিণী বাবাকে কিডনি দানের প্রস্তাব দিয়েছেন বলে খবর। 

গত কয়েক বছর ধরে কিডনি-সহ একাধিক অসুখে ভুগছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। বাবাকে বাঁচাতে এগিয়ে এলেন তাঁর কন্যা। সিঙ্গাপুরে থাকেন লালু-কন্যা রোহিণী আচার্য। বাবাকে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাবার প্রাণ বাঁচাতে এমন আত্মত্যাগ তাঁর। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লালুকে সুস্থ করে তুলতে নিজের একটি দান করতে চলেছেন রোহিণী। 

জানা গিয়েছে, গত অক্টোবরে সিঙ্গাপুরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন লালুপ্রসাদ। সেখানকার চিকিৎসকরা আরজেডি প্রধানকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। তার পর রোহিণী বাবাকে কিডনি দানের প্রস্তাব দিয়েছেন বলে খবর। 

মেয়ে নিজের কিডনি তাঁকে দিক সেটা চাননি লালু। তবে মেয়ের চাপে মানতে বাধ্য হয়েছেন। সেই সঙ্গে চিকিৎসকরাও জানিয়েছেন, পরিবারের লোক কিডনি দিলে অস্ত্রোপচারের সাফল্য অনেক বেশি।

আরও পড়ুন

কয়েক বছর ধরে দিল্লি এইমসে চিকিৎসাধীন ছিলেন লালু। সেখানকার চিকিৎসকরা তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেননি। কিন্তু সিঙ্গাপুরের হাসপাতাল কিডনি প্রতিস্থাপন করার কথা জানিয়েছে। ২০ থেকে ২৪ নভেম্বরের মধ্যে ফের সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে পারেন লালুপ্রসাদ। সম্ভবত তখন তাঁর কিডনি প্রতিস্থাপনের জন্য অপারেশন করা হবে।

লালুর দ্বিতীয় কন্যা রোহিণী। তিনি থাকেন সিঙ্গাপুরে। বাবার কিডনির অসুখের পর থেকে উদ্বেগে ছিলেন। লালুর সিঙ্গাপুর সফরের তদারকিও করেছেন তিনি। বিহারের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখেন নিয়মিত। নেট মাধ্যমেও বাবা-ভাইয়ের হয়ে সোচ্চার হন। 

Read more!
Advertisement
Advertisement