Advertisement

Arvind Kejriwal: প্রতি মাসে ২১০০ টাকা পাবেন মহিলারা, এবার এই রাজ্যে চালু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো স্কিম

এবার দিল্লিতেও চালু হতে চলেছে বাংলার লক্ষীর ভাণ্ডারের মতো প্রকল্প। ২০২৫ সালে আপ সরকার তৃতীয়বার ক্ষমতায় আসলে দিল্লির মহিলারা প্রতি মাসে পাবেন ২১০০ টাকা করে। বৃহস্পতিবার একথা ঘোষণা করেছেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।

মাসে হাজার টাকা পাবেন মহিলারা, এবার এই রাজ্যেও চালু হচ্ছে বাংলার মতো 'লক্ষ্মীর ভাণ্ডার'মাসে হাজার টাকা পাবেন মহিলারা, এবার এই রাজ্যেও চালু হচ্ছে বাংলার মতো 'লক্ষ্মীর ভাণ্ডার'
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 2:14 PM IST
  • প্রতি মাসে ২১০০ টাকা করে পাবেন মহিলারা

এবার দিল্লিতেও চালু হতে চলেছে বাংলার লক্ষীর ভাণ্ডারের মতো প্রকল্প। ২০২৫ সালে আপ সরকার তৃতীয়বার ক্ষমতায় আসলে দিল্লির মহিলারা প্রতি মাসে পাবেন ২১০০ টাকা করে। বৃহস্পতিবার একথা ঘোষণা করেছেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন যে দিল্লি সরকার তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছে এবং মহিলা সম্মান নিধি অনুমোদন করেছে।

কেজরিওয়াল বলেছেন, 'আজ আমি দিল্লিবাসীর জন্য দুটি বড় ঘোষণা করতে এসেছি। দুটি ঘোষণাই মহিলাদের জন্য। আমি আগে প্রতি মহিলাকে ১০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ সকালে অতীশির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাস হয়। এখন এই স্কিমটি দিল্লিতে চালু হয়েছে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করা হবে, তাই এখনই অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয়। কিন্তু কিছু মহিলা আমার কাছে এসে বলেছিলেন যে মুদ্রাস্ফীতির কারণে ১০০০ টাকা যথেষ্ট হবে না। তাই, ২১০০  টাকা সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে জমা করা হবে। তাই, আগামীকাল থেকে রেজিস্ট্রেশন শুরু হবে।'

কেজরিওয়াল বলেন, 'যে মহিলারা তাঁদের পরিবার চালান, তাদের সন্তানদের বড় করে তোলেন। এই কাজে তাঁদের একটু সাহায্য করতে পারলে আমরা নিজেদের ভাগ্যবান মনে করব। হিন্দু ধর্মে বলা হয়, যেখানে নারীদের পুজো করা হয়, সেখানে দেবতারা বাস করেন। এই স্কিমটি দিয়ে, আমি মনে করি যে দিল্লি সরকারের কোনও খরচ হবে না, তবে এটি দিল্লি সরকার ব্যাপকভাবে উপকৃত হবে।'

আরও পড়ুন

এই বছরের মার্চে তৎকালীন কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকার মুখ্যমন্ত্রী সম্মান যোজনা স্কিম চালু করে। এই স্কিমে ১৮ বছরের বেশি বয়সী সমস্ত মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়। দিল্লির মতো একই ধাঁচের স্কিম হল মধ্যপ্রদেশের লাডলি বেহনা যোজনা। যার অধীনে নিম্ন ও মধ্যবিত্ত ঘরের মহিলারা তাঁদের অ্যাকাউন্টে মাসে ১০০০ টাকা করে পাওয়ার কথা বলা হয়েছে।

নতুন বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। কয়কদিনের মধ্য়েই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তৃতীয়বারের মতো দিল্লিতে ক্ষমতায় ফেরার আশা করছে আম আদমি পার্টি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement