Advertisement

Tauktae তাণ্ডব: মুম্বইয়ে জাহাজডুবি, প্রায় ১০০ জনের মৃত্যুর আশঙ্কা

ঘূর্ণিঝড়ের দাপটে আরব সাগরে উল্টে গিয়েছে পি ৩০৫ নামের একটি জাহাজ। সেখানে মোট ২৭৩ জন যাত্রী ছিলেন। ভারতীয় নৌসেনার তরফে এখনও পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার .করা সম্ভব হয়েছে।

মুম্বইয়ে ঘুর্ণিঝড়
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 18 May 2021,
  • अपडेटेड 6:16 PM IST
  • মুম্বইয়ে জাহাজডুবি, প্রায় ১০০ জনের মৃত্যুর আশঙ্কা
  • এখনও নিখোঁজ ৯৬ জন
  • তাঁদের উদ্ধারের চেষ্টা করছে ভারতীয় নৌসেনা

Tauktae-এর তাণ্ডবে তছনছ মুম্বই। ওয়াংখেড়ে স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি শহরজুড়েও। এই ঘূর্ণিঝড়ের দাপটে আরব সাগরে উল্টে গিয়েছে পি ৩০৫ নামের একটি জাহাজ। সেখানে মোট ২৭৩ জন যাত্রী ছিলেন। ভারতীয় নৌসেনার তরফে এখনও পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার .করা সম্ভব হয়েছে। এখনও ৯৬ জন যাত্রী নিখোঁজ। যা নিয়ে শঙ্কিত তাঁদের পরিবার-পরিজন। নিখোঁজদের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।

আজ ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়, 'উদ্ধারকার্য চলছে। ভারতীয় নৌসেনার Naval P8I এই কাজ করছে। এছাড়াও হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়েছে।' এখনও পর্যন্ত ৯৬ জনের খোঁজ চলছে। তবে অধিকাংশজনকে আমরা উদ্ধার করতে পেরেছি।' 

আরও পড়ুন : করোনায় ৩০০-র বেশি সংবাদকর্মীর মৃত্যু, দ্বিতীয় ঢেউ বেশি কেড়েছে প্রাণ

পাশাপাশি গ্যাল কনস্ট্রাক্টর নামে একটি বার্জও এই ঘূর্ণিঝড়ের দাপটে বিপদের মুখে পড়ে। সেখানে ১৩৭ জন ছিলেন। 

প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের দাপটে মুম্বইয়ের বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিতে জল জমে যায়। গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। অমিতাভ বচ্চনের অফিস ক্ষতিগ্রস্ত হয়। মহারাষ্ট্রের একাধিক জেলা থেকে মৃত্যুর খবর সামনে আসে।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement