Advertisement

Shraddha Murder Case: শ্রদ্ধার কাটা মুন্ড ও হাত কি জুনেই খুঁজে পেয়েছিল পুলিশ?

জুন মাসে যে হাত ও মুন্ড পাওয়া গিয়েছিল তা বিকৃত করে দেওয়া হয়েছিল। সেগুলি কার দেহের অংশ তা এখনও জানতে পারেনি পুলিশ।

পূর্ব দিল্লিতে দেহাংশ উদ্ধার। পূর্ব দিল্লিতে দেহাংশ উদ্ধার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Nov 2022,
  • अपडेटेड 1:36 PM IST
  • জুন মাসে যে হাত ও মুন্ড পাওয়া গিয়েছিল তা বিকৃত করে দেওয়া হয়েছিল।
  • সেগুলি কার দেহের অংশ তা এখনও জানতে পারেনি পুলিশ।

শ্রদ্ধার দেহের টুকরো কি অনেক আগেই উদ্ধার করেছিল পুলিশ? চলতি বছর জুনে দিল্লির ত্রিলোকপুরীতে পাওয়া গিয়েছিল কাটা মাথা ও হাত। তার কয়েক দিন আগেই শ্রদ্ধা ওয়াকারকে ৩৫ টুকরো করেছিল প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। ওই দেহাংশ যদি শ্রদ্ধার হয় তাহলে আফতাবের বিরুদ্ধে জোরালো প্রমাণ হাতে আসবে তদন্তকারীদের। এদিকে আফতাবের নারকো টেস্টের অনুমতি দিয়েছেন আদালত।

জুন মাসে যে হাত ও মুন্ড পাওয়া গিয়েছিল তা বিকৃত করে দেওয়া হয়েছিল। সেগুলি কার দেহের অংশ তা এখনও জানতে পারেনি পুলিশ। পূর্ব দিল্লিতে পাওয়া দেহাংশগুলি ডিএনএ টেস্ট ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট শীঘ্রই আসবে। 

জুনে দিল্লির পাণ্ডবনগর এলাকায় রামলীলা ময়দানে পাওয়া গিয়েছিল হাত ও কাটা মুণ্ড। সেগুলি একই ব্যক্তির দেহাংশ। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, হাত ও কাটা মুণ্ড ফ্রিজে রাখা হয়েছিল। তার পর সেগুলি জঙ্গলে ফেলা হয়। পরবর্তী তদন্তের জন্য মামলা হাতে নিয়েছে দক্ষিণ দিল্লি পুলিশ। 

আরও পড়ুন

মেহরৌলি জঙ্গল থেকে মোট ১৩টি হাড় উদ্ধার করেছে দিল্লি পুলিশ। ফরেনসিক দল আফতাবের রান্নাঘর থেকে রক্তের দাগও পেয়েছে। এই হাড় ও রক্তের চিহ্ন কোনও মানুষের কিনা তা জানা যাবে ফরেনসিক রিপোর্ট আসার পরে। দিল্লি পুলিশ সূত্রের খবর, রান্নাঘর, বাথরুমের পাইপ থেকে এমন কোনও সূত্র মিলবে যাতে স্পষ্ট হয়ে যাবে শ্রদ্ধাকে খুন করেছিল আফতাবই।  গত চারদিন ধরে আফতাবকে একই থানায় রাখা হয়েছে। প্রতিদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। তার পাঁচ দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হবে ১৮ নভেম্বর। এই চারদিনের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরও পুলিশের হাত এখনও প্রায় খালি। এখনও সেই করাতকে খুঁজে পাওয়া যায়নি যা দিয়ে শ্রদ্ধাকে খুন করা হয়েছিল। জঙ্গল থেকে উদ্ধার হওয়া ১৩টি হাড় শ্রদ্ধারই তা-ও এখন বলা যাচ্ছে না। 

Read more!
Advertisement
Advertisement