সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে (Fahad Ahmad) বিয়ে করা নিয়ে অভিনেত্রী স্বরা ভাস্করকে (Swara Bhasker) খোঁচা দিলেন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেত্রী সাধ্বী প্রাচী (Sadhvi Prachi)। তাঁর কটাক্ষ, 'তাঁর (স্বরা) একবার ফ্রিজটা দেখা উচিত ছিল।' সাধ্বী প্রাচী সেই ঘটনার উদাহরণও দিয়েছেন, যেখানে লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখেছিল আফতাব পুনাওয়ালা।
সাধ্বী বলেন, 'স্বরা ভাস্কর সবসময়ই হিন্দু ধর্মের বিরুদ্ধে। আমি নিশ্চিত ছিলাম যে তিনি নিজের ধর্ম থেকে নন এমন কাউকেই বিয়ে করবেন। তিনি একজন মুসলিমকে বিয়ে করেছেন। সম্ভবত, স্বরা ভাস্কর কীভাবে শ্রদ্ধার দেহকে ৩৫ টুকরো করা হয়েছিল সে খবর দেখেননি। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর একবার ফ্রিজটি দেখা উচিত ছিল। যদিও এটি তাঁর ব্যক্তিগত পছন্দ। কিন্তু শ্রদ্ধার সঙ্গে যা ঘটেছে তা স্বরার সঙ্গেও ঘটতে পারে।'