Advertisement

SIR শুরুর বিজ্ঞপ্তি দিল্লিতে, বাংলায় কবে? কী কী নথি রেডি রাখতে হবে?

দিল্লিতে বেজে গেল SIR প্রক্রিয়া শুরুর ঘণ্টা। ইতিমধ্যেই বিবৃতি জারি করে ফেলেছে নির্বাচন কমিশন। এবার কি তবে বাংলার পালা? এরাজ্যে SIR কবে?

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 18 Sep 2025,
  • अपडेटेड 8:47 AM IST
  • দিল্লিতে SIR শুরুর বিজ্ঞপ্তি জারি করল কমিশন
  • ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শেষ
  • বাংলায় কবে শুরু হচ্ছে SIR?

গোটা দেশেই SIR চালু হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো বিহারের পর এবার পালা রাজধানীর। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দিল্লিতে শুরু হতে চলেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ SIR। 

বাংলায় কবে? 
তবে ঠিক কবে দিল্লিতে SIR-এর প্রক্রিয়া শুরু হবে তা এখনও জানানো হয়নি। প্রশ্ন উঠছে বাংলার পালা কবে? অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পর থেকেই এরাজ্যেও এই ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে রাজনৈতিক মহলের অনুমান। 

দিল্লিতে প্রক্রিয়া শুরু
উল্লেখ্য, দিল্লিতে শেষবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হয়েছিল ২০২২ সালে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে, সেই তালিকায় ভোটার বা তাদের মা-বাবার নাম না থাকলে এনিউমারেশন ফর্ম জমা করার সময়ে দেখাতে হবে পরিচয়পত্র। দিল্লির CEO ওয়েবসাইটে আপলোড করা রয়েছে ২০০২ সালের সেই তালিকা। যা মিলিয়ে দেখে নিতে পারবেন দিল্লিবাসী। 

দিল্লিতে SIR-এর লক্ষ্যে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি চলছে। জেলা নির্বাচনী কর্তা, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুধ লেভেল অফিসার নিয়োগ করা হয়েছে। তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজও ইতিমধ্যেই শেষ হয়েছে বলে খবর। 

দিল্লির CEO বিবৃতিতে বলেন, 'দিল্লির জনসাধারণকে জানানো হচ্ছে, কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) গোটা দেশেই চালু করছে। ভোটার তালিকার অখণ্ডতা রক্ষা করার জন্য এটাই সাংবিধানিক আদেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার রাজধানী শহর দিল্লিতেই শুরু হতে চলেছে SIR।'

পশ্চিমবঙ্গে কবে থেকে SIR শুরু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতেই গত মাসের সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, সঠিক সময়ে গোটা দেশেই SIR শুরু হবে। শীঘ্রই সেই দিনক্ষণ ঘোষণা করা হবে। অনুমান করা হচ্ছে, গোটা দেশের প্রক্রিয়া দিল্লি থেকেই শুরু হল এবং তালিকায় দ্বিতীয় নম্বরেই থাকতে পারে পশ্চিমবঙ্গ। কারণ, ২০২৬ বিধানসভা নির্বাচন আসন্ন। 

Advertisement

এদিকে, বিহারে SIR নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে দেশে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬৫ লক্ষ নাম। ভোটারের সংখ্যা ৭.৯ কোটি থেকে ৭.২৪ কোটিতে নেমে এসেছে। কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, BJP-র সঙ্গে হাত মিলিয়ে বৈধ ভোটারদের বাদ দিয়েছে কমিশন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা কমিশনের দাবি, অবৈধ ভোটারদেরই একমাত্র বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। 

SIR নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই মামলার পর্যবেক্ষণে জানিয়েছে, SIR প্রক্রিয়ায় কমিশনের গৃহীত কোনও পদ্ধতিতে অসঙ্গতি পাওয়া গেলে পুরো প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে। আগামী ৭ অক্টোবর এই মামলার রায় দিতে পারে দেশের শীর্ষ আদালত। 

অন্যদিকে, বৃহস্পতিবার সকাল ১০টায় গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি ফের SIR নিয়ে তথ্য সহ কোনও চাঞ্চল্যকর অভিযোগ তুলতে পারেন বলে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক কারবারিদের মধ্যে। 

কী কী নথি লাগবে?
বিহারে SIR চলাকালীন যে সমস্ত নথি চাওয়া হয়েছে, বাংলার ক্ষেত্রেও তা দেখতে চাইতে পারে নির্বাচন কমিশন। এমনটাই অনুমান বিশ্লেষকদের।
> রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারি বা অবসরপ্রাপ্ত কর্মচারি হলে তার পরিচয়পত্র।
>  ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও পরিচয়পত্র/সার্টিফিকেট/ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে।
> ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC-র নথি।
> বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্র। 
> ভারতীয় পাসপোর্ট। 
> স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র। সেক্ষেত্রে দেওয়া যেতে পারে মাধ্যমিকের সার্টিফিকেট। তবে অবশ্যই সে সার্টিফিকেটে জন্মের সাল উল্লেখ থাকতে হবে। 
> রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। অর্থাৎ আপনার স্থায়ী বসবাসের সরকারি প্রমাণপত্র।
> ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র।
> কাস্ট সার্টিফিকেট।
> জাতীয় নাগরিকপঞ্জি বা NRC (যেখানে চালু হয়েছে)।
> রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার।
> সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি। অর্থাৎ দলিল, পরচা।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement