Advertisement

Steve Jobs Wife : মহাকুম্ভে এসে অসুস্থ স্টিভ জোবসের স্ত্রী লরেন, কী হয়েছে?

মহাকুম্ভে এসেছেন প্রয়াত স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল জোবস। আর পাঁচজন ভক্তের মতো সাদামাটাভাবে রয়েছেন প্রয়াগরাজে। উঠেছেন স্বামী কৈলাশানন্দ গিরির আশ্রয়ে।

Laurene PowellLaurene Powell
Aajtak Bangla
  • প্রয়াগরাজ ,
  • 14 Jan 2025,
  • अपडेटेड 4:07 PM IST
  • মহাকুম্ভে এসে অসুস্থ স্টিভ জোবসের স্ত্রী
  • এত ভিড়ের মধ্যে তাঁর অ্যালার্জি হয়েছে।

মহাকুম্ভে এসেছেন প্রয়াত স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল জোবস। আর পাঁচজন ভক্তের মতো সাদামাটাভাবে রয়েছেন প্রয়াগরাজে। উঠেছেন স্বামী কৈলাশানন্দ গিরির আশ্রয়ে। হিন্দু রীতি রেওয়াজ মেনে তাঁর নতুন নামকরণও হয়েছে। কমলা নামে পরিচিত হয়েছেন তিনি। তবে সেই কমলা কুম্ভ মেলায় এখন অসুস্থ হয়ে পড়েছেন। 

মহাকুম্ভে যোগ দিতে সুদূর ক্যালিফোর্নিয়া থেকে উড়ে এসেছেন লরেন। সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠানে হাজির হওয়ার কথা তাঁর। কিন্তু বাধ সেধেছে শরীর। স্বামী কৈলাশানন্দ গিরি বলেছেন, 'উনি আমার শিবিরে রয়েছেন। তাঁর অ্যালার্জি হয়েছে। এর আগে কোনওদিন এত ভিড়ে তিনি থাকেননি। তাই এই অসুস্থতা। আর পাঁচজনের মতোই তিনি আমাদের এখানে রয়েছেন।' 

তবে অসুস্থতা সত্ত্বেও গঙ্গায় পূণ্যস্নান করতে চান জোবসের স্ত্রী। শরীর তাঁর ভালো নেই। কৈলাশানন্দ জানিয়েছেন, এখন কমলা অসুস্থ। তিনি বিশ্রামে আছেন। একটু সুস্থ হলেই গঙ্গাস্নান করতে চাইছেন। আশা করা যায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। 

রবিাবার গিরিরাজ মহারাজের আশ্রমে যান লরেন। সেখানে কিছু ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। তারপর সোমবার এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেদিন তাঁকে কমলা শাড়ি ও মাথায় শাল দেওয়া অবস্থায় দেখা গিয়েছিল। প্রয়াগরাজ আসার আগে কাশী বিশ্বনাথ মন্দিরেও গিয়েছিলেন। 

শোনা যায় স্টিভ জোবসের স্ত্রী-র হিন্দু ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি গভীর আস্থা রয়েছে। জোবসেরও যা ছিল। এর আগে ভারতে একবারই এসেছিলেন লরেন।    

 

Read more!
Advertisement
Advertisement