কাবুল থেকে এয়ারলিফ্টে করে ১৬৮ জন যাত্রীকে নিয়ে বায়ুসেনার C-17 বিমান দেশে ফেরে। তার মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা ১০৭ জন। বাকিদের মধ্যে রয়েছেন আফগান নাগরিকও। তাঁদেরই মধ্যে একজন আফগান মহিলা জানালেন, তাঁদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে তালিবানরা। এই অসহায় অবস্থায় ভারত সরকার তাঁকে সাহায্য করেছে।
ওই মহিলা বলেন, 'আফগানিস্তানের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের বাড়ি ওরা পুড়িয়ে দিয়েছে। সেই কারণে মেয়ে ও দুই নাতিকে নিয়ে ভারতে এসেছি। আফগানিস্তানে ভারতে বসবাসকারীরা আমাকে সাহায্য করেছেন। ভারত সরকারকে ধন্যবাদ, আমাকে এই দেশে জায়গা দেওয়ার জন্য।'
১৬৮ জন যাত্রীর মধ্যে রয়েছেন, আফগানিস্তানের সাংসদ নরেন্দ্র সিং খালসা। সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। ধরা গলায় বলেন, 'আমার যন্ত্রণা হচ্ছে। গত ২০ বছর ধরে যা কিছু ওখানে করেছি, বানিয়েছি, সেইসব এখন শেষ।'
বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই প্রসঙ্গে বলেন, 'আফগানিস্তান থেকে উদ্ধারকার্য চলবে।'
অন্যদিতে আকাশেই তীব্র প্রসবযন্ত্রণার পর আফগান মহিলা মা হলেন আমেরিকার বায়ুসেনার বিমান জার্মানির মাটি ছোঁয়ার পরপরই। আমেরিকার বায়ুসেনার তরফে টুইটে জানানো হয়েছে, মা ও শিশু দু’জনেই সুস্থ। জার্মানিতে আমেরিকার র্যামস্টিন এয়ারবেসে যাওয়ার জন্য আকাশে ওড়ে বিমানটি। সেই বিমানেই ছিলেন ওই শরণার্থী আফগান বধূ।