Advertisement

Dibrugarh Express Train Derailed: ফের বড় রেল দুর্ঘটনা, ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত, বাড়ছে মৃতের সংখ্যা

Dibrugarh Express Derails: ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডার ঘটনা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত আরও অনেকে।

বেলাইন ডিব্রুগড় এক্সপ্রেস।
Aajtak Bangla
  • লখনউ,
  • 18 Jul 2024,
  • अपडेटेड 7:16 PM IST
  • ফের ট্রেন দুর্ঘটনা।
  • এবার লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস।
  • উত্তরপ্রদেশের গোন্ডার ঘটনা। 

ফের ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হল ১৫৯০৪ ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডার ঘটনা। ট্রেনের ৬টি কামরা লাইনচ্যুত হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুুপুরে লাইনচ্যুত হয় ট্রেনটি। কী কারণে ট্রেন দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।

গত জুন মাসে পশ্চিমবঙ্গের ফাঁসিদেওয়ায় লাইনচ্যুত হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বেলাইন হল ট্রেন। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ। বার বার ট্রেন বেলাইনের ঘটনা ঘিরে যাত্রী সুরক্ষা নিয়ে রেলের ভূমিকায় প্রশ্ন উঠেছে। এই ঘটনার প্রতি মুহূর্তের আপডেট রইল এখানে...

 

যাত্রী সুরক্ষা নিয়ে সরব মমতা

উত্তরপ্রদেশের গোন্ডায় রেল দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা।

 

 

 চলছে উদ্ধারকাজ

উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

 

মৃত বেড়ে ৪

উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস বেলাইন হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে রয়েছে ১৫টি অ্যাম্বুল্যান্স। আরও অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছে। আহত হয়েছেন আরও ২০ জন।

 

দুর্ঘটনার জেরে বাতিল ট্রেন

দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস। এর জেরে ওই রুটে বিঘ্নিত ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, ২টি ট্রেন বাতিল করা হয়েছে। ১১টি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস বড়নি হয়ে যাবে।

 

ট্রেনের দুই চালক সুরক্ষিত বলে দাবি

Advertisement

লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। ট্রেনের দুই চালক সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। 

 

 দু:খপ্রকাশ যোগীর

ট্রেন দুর্ঘটনায় তৎপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডলে যোগী লিখেছেন, 'গোন্ডা জেলায় ট্রেন দুর্ঘটনার খবরে দু:খপ্রকাশ করছি। দ্রুত উদ্ধারকাজের জন্য জেলা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি।'

 

ঘটনাস্থলে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

উত্তরপ্রদেশে বড়সড় ট্রেন দুর্ঘটনা। ঘটাস্থলে যাচ্ছে সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

 

মৃত বেড়ে ২

উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

 

ট্রেন দুর্ঘটনায় মৃত্যু

এখনও পর্যন্ত জানা গিয়েছে, ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আহত হয়েছেন আরও অনেকে।

 

হেল্পলাইন নম্বর 

কমার্শিয়াল কন্ট্রোল-  9957555984
ফারকেটিং- 9957555966
মারিয়ানি- 6001882410
সিমালগুড়ি- 8789543798
তিনসুকিয়া- 9957555959
ডিব্রুগড়- 9957555960
 


রেল দুর্ঘটনায় পদক্ষেপ যোগীর

উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনায় পদক্ষেপ করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছতে জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যোগী। ঘটনাস্থলে রয়েছেন রেলের আধিকারিকরা।

 

লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস

লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডার ঘটনা। ট্রেনের ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। 

লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement