Advertisement

Train Ticket Booking New Rule : ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম বদলে গেল, এবার থেকে কীভাবে করবেন সিট রিজার্ভেশন?

অনলাইনে টিকিট বুকিংয়ের নিয়মে বদল আনল ভারতীয় রেল। ১ অক্টোবর ২০২৫ থেকে নয়া নিয়ম কার্যকর হবে। রেলের তরফে জানানো হয়েছে, যে কোনও ট্রেনের বুকিং উইন্ডো খোলার পর প্রথম ১৫ মিনিটের মধ্যে যাত্রীরা সাধারণ রিজার্ভেশন টিকিট বুক করতে পারবেন।

Train Booking Rule Train Booking Rule
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 8:41 PM IST
  • অনলাইনে টিকিট বুকিংয়ের নিয়মে (General Reserved Tickets) বদল আনল ভারতীয় রেল
  • ১ অক্টোবর থেকে নয়া নিয়ম কার্যকর হবে

অনলাইনে টিকিট বুকিংয়ের নিয়মে (General Reserved Tickets) বদল আনল ভারতীয় রেল। ১ অক্টোবর ২০২৫ থেকে নয়া নিয়ম কার্যকর হবে। রেলের তরফে জানানো হয়েছে, যে কোনও ট্রেনের বুকিং উইন্ডো খোলার পর প্রথম ১৫ মিনিটের মধ্যে যাত্রীরা সাধারণ রিজার্ভেশন টিকিট বুক করতে পারবেন। তবে তাঁরাই পারবেন যাঁদের আধার কার্ড IRCTC র সঙ্গে ভেরিফাই করা আছে (Aadhaar Authentication)। এই নিয়মটি IRCTC ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এতদিন পর্যন্ত এই নিয়মটি ছিল কেবলমাত্র অনলাইনে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে।   

নতুন নিয়ম কীভাবে কাজ করবে? 

ধরা যাক, কোনও যাত্রী ১৫ নভেম্বর দিল্লি থেকে বারানসীগামী শিব গঙ্গা এক্সপ্রেসে টিকিট বুক করতে চান। বুকিং উইন্ডোটি ১৬ সেপ্টেম্বর রাত ১২:২০ মিনিটে খুলবে। খোলা থাকবে রাত ১২:৩৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে কেবলমাত্র আধার-যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্টধারীরা এই ট্রেনের টিকিট বুক করতে পারবেন। যাদের আধার-যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্ট নেই, তাঁরা পারবেন না। 

ভারতীয় রেলের লক্ষ্য হল টিকিট রিজার্ভেশন ব্যবস্থার অপব্যবহার রোধ ও প্রকৃত যাত্রীদের অগ্রাধিকার দেওয়া। দুর্গাপুজো, দীপাবলি,ছট এবং হোলির মতো উৎসবের মরসুমে ট্রেনের টিকিটের চাহিদা বাড়ে। বিশেষ করে যখন বুকিং উইন্ডো ভ্রমণের ৬০ দিন আগে থেকে খোলা হয়। এর ফলে সাধারণ বুকিংয়ের মাধ্যমে টিকিট সংগ্রহের চেষ্টা করা যাত্রীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা দেয়। তবে নয়া নিয়ম বুকিং প্রক্রিয়াকে স্বচ্ছ্ব করবে বলে আশা করছেন রেলের আধিকারিকরা। 

যাত্রীদের যা করতে হবে

বুকিংয়ের অসুবিধে এড়াতে যাত্রীদের ১ অক্টোবরের আগে আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কাউন্টার টিকিটের নিয়মে কোনও পরিবর্তন হয়নি। নতুন নিয়ম শুধুমাত্র অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। নতুন নিয়মে যাত্রীরা তাড়াতাড়ি টিকিট বুক করার আরও ভালো সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। 

Read more!
Advertisement
Advertisement