Advertisement

'জিতবে ত্রিপুরা', কয়েকদিনের মধ্যেই TMC-র স্লোগান পরিবর্তনের কারণ কী ?

হাতে গোনা মাত্র কয়েকদিন। আর তারমধ্যেই ত্রিপুরায় নিজেদের স্লোগান বদলে ফেলল তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে পর্যন্ত ত্রিপুরায় তৃণমূলের স্লোগান ছিল 'এবার ত্রিপুরা।' কিন্তু, সোমবার এই এই স্লোগান হল 'জিতবে ত্রিপুরা'। কেন স্লোগান বদলে ফেলল তৃণমূল কংগ্রেস?

জিতবে ত্রিপুরা জিতবে ত্রিপুরা
সৌমেন কর্মকার
  • কলকাতা,
  • 10 Aug 2021,
  • अपडेटेड 10:59 PM IST
  • কয়েকদিনের মধ্যেই ত্রিপুরায় নিজেদের স্লোগান বদলে ফেলল তৃণমূল কংগ্রেস
  • কয়েকদিন আগে পর্যন্ত ত্রিপুরায় তৃণমূলের স্লোগান ছিল 'এবার ত্রিপুরা
  • সোমবার এই এই স্লোগান হল 'জিতবে ত্রিপুরা'

হাতে গোনা মাত্র কয়েকদিন। আর তারমধ্যেই ত্রিপুরায় নিজেদের স্লোগান বদলে ফেলল তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে পর্যন্ত ত্রিপুরায় তৃণমূলের স্লোগান ছিল 'এবার ত্রিপুরা।' কিন্তু, সোমবার এই এই স্লোগান হল 'জিতবে ত্রিপুরা'। কিন্তু, কেন স্লোগান বদলে ফেলল তৃণমূল কংগ্রেস? 

রাজনৈতিক মহলের একাংশের মতে, এর নেপথ্যে রয়েছে তৃণমূলের রাজনৈতিক কৌশল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন ত্রিপুরায় গিয়েই সাংবাদিক বৈঠক থেকে সেখানকার শাসকদল BJP-কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, তেইশের নির্বাচনে তৃণমূল সেই রাজ্যে ক্ষমতা দখল করতে বদ্ধপরিকর। সেদিন তাঁর উপর আক্রমণও হয়েছিল। যা নিয়ে সুরও চড়িয়েছিলেন তৃণমূলের নম্বর টু। 

আরও পড়ুন

তেইশের বিধানসভা ভোটে জেতার লক্ষ্য এখন থেকেই কোমর বেঁধে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তবে সেখানে দেবাংশু ভট্টাচার্য-সহ তৃণমূল নেতাদের উপর যে আক্রমণ হয়, তার জেরে তৃণমূল বাড়তি শক্তি পায়। এই রাজ্যের শাসকদলের নেতারা দাবি করেন, বিপ্লব দেবের দল ভয় পেয়ে তাঁদের উপর হামলা করেছে। তৃণমূলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাই তাঁদের কাছে এটা কার্যত পরিষ্কার যে, তাঁরাই ত্রিপুরায় ক্ষমতায় দখল করবেন। তাই রাতারাতি স্লোগান বদলে ফেলে নেতৃত্ব। 'এবার ত্রিপুরা' থেকে স্লোগান বদলে নেন 'জিতবে ত্রিপুরা'-য়। 

এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'ত্রিপুরার মানুষ আমাদের সমর্থন করছেন। আর তাতেই ভয় পেয়েছে বিপ্লব দেবের সরকার। সেই কারণে, আমাদের নেতা-কর্মীদের উপর হামলা হয়েছে। মিথ্যে মামলা দেওয়া হয়েছে। মাত্র কয়েকবারই আমরা সেই রাজ্যে গিয়েছি। তার মধ্যেই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছি। আমাদের উপর আক্রমণ, পুলিশি নির্যাতন তারই প্রমাণ দেয়। আমরা নিশ্চিত ত্রিপুরাতে আমরা ক্ষমতা দখল করব। এখন শুধু সময়ের অপেক্ষা।' 

Read more!
Advertisement
Advertisement