Advertisement

UCC : মা-বাবার অনুমতি ছাড়া লিভ-ইন করা যাবে না, বিয়ের নতুন নিয়ম কী? উত্তরাখণ্ডে আজ থেকেই UCC

উত্তরাখণ্ডের জন্য আজকের দিনটি বিশেষ। কারণ, সেই রাজ্যে আজ থেকে চালু হবে ইউনিফর্ম সিভিল কোর্ড (Uniform Civil Code) বা অভিন্ন দেওয়ানি বিধি। এই বিধি কার্যকর হলেই সেই রাজ্যে বিয়ে, সম্পর্ক, সম্পত্তি, বহুবিবাহ ইত্যাদির নিয়মে পরিবর্তন আসবে।

File Photo File Photo
Aajtak Bangla
  • উত্তরাখণ্ড ,
  • 27 Jan 2025,
  • अपडेटेड 1:36 PM IST
  • উত্তরাখণ্ডে আজ থেকে চালু হবে ইউনিফর্ম সিভিল কোর্ড
  • এই বিধি কার্যকর হলেই সেই রাজ্যে বিয়ে, সম্পর্ক, সম্পত্তি, বহুবিবাহ ইত্যাদির নিয়মে পরিবর্তন আসবে

উত্তরাখণ্ডের জন্য আজকের দিনটি বিশেষ। কারণ, সেই রাজ্যে আজ থেকে চালু হবে ইউনিফর্ম সিভিল কোর্ড (Uniform Civil Code) বা অভিন্ন দেওয়ানি বিধি। এই বিধি  কার্যকর হলেই সেই রাজ্যে বিয়ে, সম্পর্ক, সম্পত্তি, বহুবিবাহ ইত্যাদির নিয়মে পরিবর্তন আসবে বিবাহ বিচ্ছেদের আইনও সব ধর্মের জন্য সমান হবে। বহুবিবাহ ও হালালার মতো প্রথা বন্ধ হয়ে যাবে।

উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হওয়ার পর কী পরিবর্তন হবে? 

৬ মাসের মধ্যে বিয়ের রেজিস্ট্রেশন 

UCC বাস্তবায়িত হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বিয়ের  রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয়ে যাবে। অনলাইনে তা করা যাবে। সরকারি অফিসে যাতে না যেতে হয়, তার জন্যই এই বিকল্প রাখা হয়েছে।  নিয়ম না মানলে বা রেজিস্ট্রেশনে কোনও ভুল তথ্য দিলে হতে পারে জেলও। তিন মাসের কারাবাস কিংবা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে যুগলের।

লিভ-ইন সম্পর্কের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

ইউনিফর্ম সিভিল কোডে, লিভ-ইন সম্পর্কে থাকার জন্য পিতা-মাতার অনুমতি বাধ্যতামূলক হবে। করতে হবে রেজিস্ট্রেশন।  সম্পর্ক শেষ করতে চাইলেও সেই তথ্য দিতে হবে রেজিস্ট্রারকে। নয়া আইনে লিভ-ইন থেকে জন্ম নেওয়া শিশু বৈধ পরিচয় পাবে। সম্পর্ক ভেঙে গেলে মহিলা ভরণপোষণ দাবি করতে পারবে। নোটিশ না দিয়ে এক মাসের বেশি লিভ-ইন সম্পর্কে থাকার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হবে। 

সম্পত্তিতে পুত্র ও কন্যার সমান অধিকার 

অভিন্ন দেওয়ানি বিধি অনুসারে সম্পত্তির অধিকারে শিশুদের মধ্যে কোনও বৈষম্য থাকবে না। অর্থাৎ বৈবাহিক সূত্রে বা লিভ ইন সম্পর্কের জন্য জন্মানো সন্তানদের সমান অধিকার থাকবে। সম্পত্তিতে পিতা-মাতারও সমান অধিকার থাকবে। 


বহুবিবাহের উপর হালালা-নিষেধ 

এই বিধি অনুসারে ইসলামে প্রচলিত হালালা প্রথাকেও নিষিদ্ধ করা হয়েছে। ১৮ বছরের আগে বিয়ে দেওয়া যাবে না মেয়েদের। মুসলিমদেরও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্ত ধর্মের লোকেরা তাদের নিজস্ব রীতি অনুযায়ী বিয়ে করতে পারে। তবে সব ধর্মেই ছেলেদের বিয়ের জন্য ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর বয়স হতেই হবে। 

Advertisement


প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সরকার বিবাহ এবং লিভ-ইন সম্পর্কের রেজিস্ট্রেশনের জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছে। এর ঠিকানা ucc.uk.gov.in। ৫০০ টাকা ফি দিয়ে এখানে লিভ-ইন রেজিস্ট্রেশন করা যাবে। সেজন্য এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে গুরুত্বপূর্ণ নথি মিলবে। 
 

Read more!
Advertisement
Advertisement