Advertisement

টার্গেট উত্তর-পূর্ব! একাধিক প্রকল্প নিয়ে মণিপুর সফরে অমিত শাহ

অমিত শাহের সফরের জন্য গোটা ইম্ফল শহর মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। রাজধানী ইম্ফলে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন অমিত শাহ। মণিপুরে কুকি ইনপি মারুপ, ইউনাইটেড নাগা কাউন্সিল ও কোঅর্ডিনেটিং কমিটি সহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও এদিন কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  

অমিত শাহ
মনোজ্ঞা লইয়াল
  • ইম্ফল,
  • 27 Dec 2020,
  • अपडेटेड 10:42 AM IST
  • মণিপুর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • ২০২২ সালে মণিপুরে বিধানসভা নির্বাচন
  • উত্তর-পূর্ব ভারতকে এবার টার্গেট করেছে বিজেপি

আজ মণিপুর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর-পূর্বের ওই রাজ্যে বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করবেন শাহ। তারপর দুপুরে ইম্ফলের হাপতা কাংজেইবাঙে জনসভা করবেন তিনি।

অমিত শাহের সফরের জন্য গোটা ইম্ফল শহর মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। রাজধানী ইম্ফলে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন অমিত শাহ। মণিপুরে কুকি ইনপি মারুপ, ইউনাইটেড নাগা কাউন্সিল ও কোঅর্ডিনেটিং কমিটি সহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও এদিন কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  

একদিনের মণিপুর সফরে আজ চুরনচাঁদপুরে মেডিক্যাল কলেজ, মউংখঙে একটি IIT, রাজ্য সরকারের একটি গেস্ট হাউস, রাজ্য পুলিশের হেডকোয়ার্টার্স-সহ একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেনঅমিত শাহ। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, ইনার লাইন পারমিট (ILP) শুরু করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকাকে সম্মান জানাচ্ছে মণিপুর। ILP এই রাজ্যের দীর্ঘ দিনের দাবি।

২০২২ সালে মণিপুরে বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্বে এ বার বিজেপি যে ভাবে টার্গেট করেছে, গেরুয়া শিবিরের এরকম উদ্যোগ এর আগে কখনও দেখা যায়নি। বিজেপির বিশ্বাস, একক সংখ্যাগরিষ্ঠতায় মণিপুরে জিতবে দল। তারই প্রস্তুতি ২০২০ থেকেই শুরু করে দিলেন অমিত শাহ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement