Stray dogs attack: পথ কুকুরের (Stray Dogs Attack) আক্রমণে প্রাণ হারাল (Death) ১২ বছরের কিশোর। মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বরেলির সিবি গঞ্জ এলাকায়। কুকুরের হামলায় আরেক শিশুও আহত হয়েছে। অয়ন নামে এক কিশোর সেদিন বন্ধুদের সঙ্গে এলাকায় খেলছিল। তার ওপর কুকুরগুলি প্রথমে ধাওয়া করে। পাশে দাঁড়িয়ে থাকা ওই কিশোরটি তাকে বাঁচাতে কুকুরগুলির পিছনে ছুটে যায়। মাটিতে উল্টে পড়ে কিশোর। তারপরই কুকুরগুলি তার ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। কামড়ে, ছিঁড়ে আঁচড়ে দেয় তাকে। রক্তারক্তি কাণ্ড হয়ে যায়।
আশেপাশের লোকজন সঙ্গে সঙ্গে এসে কিশোরকে উদ্ধার করে। তাকে জখম অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে বরেলিতে এই প্রথম শিশুদের উপর বিপথগামী কুকুরের আক্রমণ নয়। দু' মাস আগে, কুকুরের আক্রমণে তিন বছরের এক শিশুকন্যা প্রাণ হারায়। বাড়ির বাইরে খেলছিল সেই শিশুটি। কুকুরগুলি ধাক্কা দিয়ে ১৫০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। গত বছরের ডিসেম্বরে সিবি গঞ্জ এলাকার মথুরাপুর গ্রামে কুকুর গোলু নামে এক ১২ বছর বয়সী কিশোরকে হঠাৎ আক্রমণ করে, গুরুতর জখম হয় সে।
এলাকার বাসিন্দারা শহরের পথকুকুরের আতঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জেলা প্রশাসন ও পৌর কর্পোরেশনকে একাধিকবার চিঠি দিয়েছেন। এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।