Advertisement

Uttar Pradesh: মোবাইলে রিলস দেখতে দেখতে হার্ট অ্যাটাকে মৃত্যু দশ বছরের বালকের, কেন?

উত্তরপ্রদেশের আমরোহা জেলায় হৃদয়বিদারক ঘটনা। স্মার্টফোনে রিল দেখতে দেখতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মাত্র ১০ বছরের এক শিশুর।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Jan 2026,
  • अपडेटेड 7:18 PM IST
  • উত্তরপ্রদেশের আমরোহা জেলায় হৃদয়বিদারক ঘটনা।
  • স্মার্টফোনে রিল দেখতে দেখতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মাত্র ১০ বছরের এক শিশুর।

উত্তরপ্রদেশের আমরোহা জেলায় হৃদয়বিদারক ঘটনা। স্মার্টফোনে রিল দেখতে দেখতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মাত্র ১০ বছরের এক শিশুর।

রবিবার সন্ধ্যায় ধনৌরা থানা এলাকার জুঝেলা চক গ্রামে ঘটনাটি ঘটে। মৃত শিশুটির নাম মায়াঙ্ক। বয়স প্রায় ১০ বছর। সে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। মায়াঙ্ক কৃষক দীপক কুমারের বড় ছেলে। পরিবারে মা পুষ্পা দেবী এবং আর এক ছোট ভাই রয়েছে।

পরিবারের সদস্যদের কথায়, বিকেল প্রায় ৫টা নাগাদ মায়াঙ্ক খাটের উপর বসে স্মার্টফোনে রিল দেখছিল। সেই সময় পরিবারের অন্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎই সে খাটের উপর লুটিয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে আতঙ্কিত পরিবারের লোকজন তাকে প্রথমে এক বেসরকারি চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে দ্রুত ধনৌরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক অবনীশ গিল শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মায়াঙ্কের। তবে এত অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরবর্তীতে পরিবার ময়নাতদন্ত না করেই শিশুটির শেষকৃত্য সম্পন্ন করে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শোকস্তব্ধ পরিবার এখনও বিশ্বাসই করতে পারছে না, হাসিখুশি শিশুটি মুহূর্তের মধ্যে এভাবে চলে যাবে।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement