Advertisement

Vandemataram 150 Years: বন্দেমাতরমের ১৫০ বছর, সোমবার লোকসভায় ১০ ঘণ্টা চর্চা শুরু করবেন মোদী

Vandemataram 150 Years: সোমবারের কর্মসূচিতে ‘জাতীয় গান বন্দে মাতরম-এর ১৫০ বছর’ বিষয়টি আলাদা ভাবে তালিকাভুক্ত করা হয়েছে। এই আলোচনা চলবে পুরো ১০ ঘণ্টা। প্রথম বক্তা হিসেবে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এরপর দ্বিতীয় বক্তা হিসাবে অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Dec 2025,
  • अपडेटेड 1:12 AM IST

Vandemataram 150 Years: জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে সোমবার লোকসভায় বিশেষ আলোচনার সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক এই গানকে ঘিরে অজানা বহু তথ্য উঠে আসবে বলেই মনে করা হচ্ছে। তবে একই সঙ্গে রাজনৈতিক তর্ক-বিতর্ক ও হইচইয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না সংসদ মহল, কারণ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন, কংগ্রেস নাকি গানটির কয়েকটি ছন্দ বাদ দিয়েছিল।

১০ ঘণ্টার বিশেষ বিতর্ক
সোমবারের কর্মসূচিতে ‘জাতীয় গান বন্দে মাতরম-এর ১৫০ বছর’ বিষয়টি আলাদা ভাবে তালিকাভুক্ত করা হয়েছে। এই আলোচনা চলবে পুরো ১০ ঘণ্টা। প্রথম বক্তা হিসেবে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এরপর দ্বিতীয় বক্তা হিসাবে অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিরোধী দলগুলোর পক্ষ থেকে কংগ্রেসের উপ-দলনেতা গৌরব গগৈ, প্রিয়ঙ্কা  গান্ধীসহ একাধিক সাংসদ অংশ নেবেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় আলোচনা
লোকসভার পর মঙ্গলবার ‘বন্দে মাতরম’-এর উপর বিশেষ আলোচনা হবে রাজ্যসভায়। সেখানে বিতর্কের সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় বক্তা থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যসভার নেতা জেপি নাড্ডা।
দুই কক্ষেই গানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব, স্বাধীনতা আন্দোলনে এর ভূমিকা এবং সমকালীন জাতীয়তাবাদের সঙ্গে এর সম্পর্ক নিয়ে বিস্তৃত পর্যালোচনা হবে।

আরও পড়ুন

১৮৭০-এর দশকের সৃষ্টি, স্বাধীনতার প্রেরণা
আলোচনার সময়ে রাজনৈতিক চাপানউতোরের সম্ভাবনা প্রবল। কারণ প্রধানমন্ত্রী আগেই অভিযোগ করেছিলেন, কংগ্রেস নাকি ‘বন্দে মাতরম’-এর নির্দিষ্ট ছন্দে ছুরি চালিয়েছিল। তবে ২ ডিসেম্বর লোকসভা স্পিকার ওম বিড়লার সভাপতিত্বে সরকার ও বিরোধী নেতাদের বৈঠকে এই আলোচনায় সম্মতি গৃহীত হয়। সেই মিটিংয়েই ঠিক হয়েছে, 'বন্দে মাতরম’ ও নির্বাচনী সংস্কার নিয়ে বিস্তৃত বিতর্ক হবে আগামী সপ্তাহে।

১৮৭০-এর দশকে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংস্কৃতনিষ্ঠ বাংলায় রচনা করেন ‘বন্দে মাতরম’। উপন্যাস ‘আনন্দমঠ’-এর অংশ হিসেবে প্রথম প্রকাশিত হয় ১৮৮২ সালে। গানটির সুরারোপ করেছিলেন জদুনাথ ভট্টাচার্য। স্বাধীনতা আন্দোলনের দিনে দিনে এটি হয়ে ওঠে বিপ্লবী চেতনার মূলমন্ত্র, অসংখ্য সংগ্রামী এই গানেই খুঁজে পেতেন ঐক্য ও সাহসের শক্তি। ১৯৫০ সালে ভারত গণরাজ্য আনুষ্ঠানিকভাবে একে জাতীয় গান হিসেবে মর্যাদা দেয়।

Advertisement

স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ
গানটির ১৫০তম বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বিশেষ স্মারক সিক্কা ও ডাকটিকিট প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, এটি স্বাধীনতা সংগ্রামের অমলিন স্মৃতি এবং ভারতীয়দের আত্মসম্মান ও দেশপ্রেমের এক জাগ্রত প্রতীক।

‘দেশ উন্মুখ হয়ে অপেক্ষা করছে’ বিজেপি
বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী জানান, “১৫০ বছর পূর্তিতে সংসদে বিশেষ আলোচনা হবে। প্রধানমন্ত্রী কী বলেন তা শোনার জন্য দেশবাসী অধীর। স্বাধীনতা সংগ্রামের সময় এই গান যে শক্তি দিয়েছিল, আজকের তরুণ প্রজন্মও সেই অনুপ্রেরণাই পাবে।” তিনি আরও বলেন, “তখন লড়াই ছিল রাজনৈতিক স্বাধীনতার। এখন লড়াই সামাজিক ও সাংস্কৃতিক স্বাধীনতার। তাই দলমত ভুলে মিলিতভাবে আলোচনা হোক, জাতীয় উন্নয়ন ও একতার বোধ আরও শক্তিশালী হোক।”

নির্বাচনী সংস্কারেও দু’কক্ষে বড় বিতর্ক
এ সপ্তাহে নির্বাচনী সংস্কার নিয়েও দীর্ঘ আলোচনা হবে। লোকসভায় মঙ্গলবার ও বুধবার ভোটার লিস্টের চলমান বিশেষ পুনর্বিবেচনা (SIR) সহ সংশ্লিষ্ট সমস্ত বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা হবে। রাজ্যসভায় বুধবার ও বৃহস্পতিবার এই নিয়ে পৃথক আলোচনা চলবে।

 

Read more!
Advertisement
Advertisement