Advertisement

SIR: 'ভোটার তালিকা নির্ভুল হয় না,' SIR-এর পক্ষে সওয়াল প্রাক্তন ৩ নির্বাচন কমিশনারের

ভোটার তালিকা কখনও নির্ভুল হয় না এবং তাই ভোট চুররি অভিযোগও উঠবেই বলে দাবি করলেন প্রাক্তন ৩ নির্বাচন কমিশনার। SIR-এর পক্ষে সওয়াল করেও একাধিক প্রশ্ন তুললেন তাঁরা।

৩ প্রাক্তন নির্বাচন কমিশনার ৩ প্রাক্তন নির্বাচন কমিশনার
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Sep 2025,
  • अपडेटेड 1:58 PM IST
  • SIR নিয়ে সওয়াল করলেন ৩ প্রাক্তন নির্বাচন কমিশনার
  • ভোট চুরির অভিযোগ স্বাভাবিক বলে মন্তব্য তাঁদের
  • ভোটার তালিকা কখনও নির্ভুল হয়া বলেও মত

SIR-এর সপক্ষে সওয়াল করলেন ৩ প্রাক্তন নির্বাচন কমিশনার। তবে বিহারে SIR-এর সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। ৩ কমিশনারেরই বক্তব্য, 'নির্বাচনের আগে এই সমীক্ষা করা উচিত নয়। এত ভুল থাকবেই।'

ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৫-এ দুই প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি এবং ওপি রাওয়াত এবং নির্বাচন কমিশনার অশোক লাভাসা দাবি করেন ভারতের বেশিরভাগ নির্বাচনই সুষ্ঠু এবং অবাধ। 'ভোট চুরি'-র মতো অভিযোগগুলি প্রত্যেক রাজনৈতিক দলের সময়েই ওঠে এবং ভোটের সময়ে এটা সাধারণ বিষয় বলেই উল্লেখ করেন তাঁরা। 

ভোটার তালিকা
৩ প্রাক্তন নির্বাচন কমিশনারের কথায়, ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই তালিকা কখনওই সম্পূর্ণ স্বচ্ছ হয় না বলেই দাবি তাঁদের। ৩ জনেরই বক্তব্য, 'ভোটার তালিকা কখনওই পারফেক্ট হয় না। বরাবর এমনটাই হয়ে এসেছে। তবে এই ছোটখাটো ভুলভ্রান্তি দুর্নীতির সমান নয়।' অশোক লাভাসা বলেন, 'ভুল থাকবেই। তবে দেখতে হবে সেই ভুলগুলি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত?'

SIR
নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) চলছে বিহারে। গোটা দেশেই এই সমীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে কমিশনের। এ প্রসঙ্গে ৩ প্রাক্তন নির্বাচনী আধিকারিক বলেন, 'বিস্তারিত এই সমীক্ষা অর্থবহ। এর যুক্তি রয়েছে। তবে নির্বাচনের আগে সেটি শুরু হওয়া এবং যখন চতুর্দিক বন্যার কবলে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।'

প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত মনে করছেন, শুধু আধার কার্ডের বদলে ১১টির মধ্যে যে কোনও একটি নথি দেখাতে বলা গরিব মানুষদের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, 'এই সময়ে বন্যা হচ্ছে চতুর্দিকে। বর্ষাও রয়েছে দেশে। গরিব মানুষরা আগে জীবন বাঁচাবে না অফিস থেকে অফিসে ঘুরে ঘুরে নথি জোগাড় করবে। ফলে SIR-এর সময় নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। নির্বাচন আসন্ন, ছোট ছোট ইস্যুও বড় হয়ে দাঁড়ায় এই স্পর্শকাতর সময়ে।'

পরিযায়ী শ্রমিক ইস্যু 
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি বলেন, 'ডুপলিকেট ভোটার বরাবরের সমস্যা। তবে এর জন্য একটা বিশাল সংখ্যাক দরিদ্র মানুষকে সমস্যার মুখে ঠেলে দেওয়া যায় না। আগে কেউ যখন তামিলনাড়ু থেকে দিল্লি যেত কাজ করতে তখন সেখান থেকে ভোটার তালিকায় নাম কাটিয়ে তবে যেতে হত। তবে বেশিরভাগ পরিযায়ী শ্রমিকরাই গরিব। ফের ফিরে গিয়ে ভোটার তালিকায় নাম কাটানোর মতো সামর্থ তাদের নেই।' এই সমস্যা সমাধানের জন্য এসওয়াই কুরেশির নেতৃত্বেই একটি রিফর্ম হয়েছিল। নয়া আবেদনপত্রে ভোটাররা নিজেদের আগেই কেন্দ্রের নাম উল্লেখ করতে পারবেন। নির্বাচন কমিশন নিজেই খতিয়ে দেখবে সেখান থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে কি না। কুরেশি বলেন, 'আমি বিষয়টিকে সহজসাধ্য করেছিলাম। এখন অবশ্য সেটি কী অবস্থায় রয়েছে জানি না।'

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement