Advertisement

Uttar Pradesh Election 2022 : অযোধ্যা থেকে ভোটে লড়বেন Yogi Adityanath?

এতদিন এই নিয়ে রীতিমতো জল্পনা ছিল যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) কোন কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন। সেক্ষেত্রে কাশী (বারাণসী) ও অযোধ্যার পাশাপাশি মথুরার নামও উঠে এসেছিল। তবে সবার ঊর্ধেব গিয়ে অযোধ্যাতেই শিলমোহর পড়বে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে যোগী মুখ্যমন্ত্রী হওয়ার পর অযোধ্যার উন্নয়ের বিষয়টিও উঠে আসছে। 

যোগী আদিত্যনাথ
Aajtak Bangla
  • অযোধ্যা,
  • 12 Jan 2022,
  • अपडेटेड 11:51 PM IST
  • সমস্ত জল্পনার অবসান?
  • অযোধ্যা থেকে ভোটে লড়তে পারেন যোগী
  • সূত্র মারফৎ মিলছে খবর

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Election 2022) প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগী আদিত্যনাথ। এবার সামনে এল সেই সংক্রান্ত বড় খবর। সূত্রের খবর, অযোধ্যা থেকে ভোটে লড়তে পারেন যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার আগে গোরক্ষপুর আসনের সাংসদ ছিলেন যোগী। এরপর মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে বিধান পরিষদের মাধ্যমে তাঁকে আনা হয়। যোগী বিধান পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শেষে এমএলসি হওয়ার পর মুখ্যমন্ত্রী হন যোগী।

এতদিন এই নিয়ে রীতিমতো জল্পনা ছিল যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) কোন কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন। সেক্ষেত্রে কাশী (বারাণসী) ও অযোধ্যার পাশাপাশি মথুরার নামও উঠে এসেছিল। তবে সবার ঊর্ধেব গিয়ে অযোধ্যাতেই শিলমোহর পড়বে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে যোগী মুখ্যমন্ত্রী হওয়ার পর অযোধ্যার উন্নয়ের বিষয়টিও উঠে আসছে। 

রামলালায় পুজো করছেন যোগী আদিত্যনাথ

আর শুধু যে অযোধ্যার উন্নতি হয়েছে তেমনটাই নয়, রামন্দিরের (Ram Mandir Ayodhya) মতো ইস্যুরও নিস্পত্তি হয়েছে। বর্তমানে দ্রুততার সঙ্গে সেই কাজও চলছে। এছাড়া যোগীর আমলে অযোধ্যা বেশকিছু খেতাবও অর্জন করেছে। তারমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সেখানকার দীপোৎসব। সেই উৎসেব অযোধ্যায় রেকর্ড সংখ্যাক প্রদীপ জ্বালান হয়, যা সারা দেশের নজর কাড়ে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement