Advertisement

YouTuber Jyoti Malhotra: সাধারণ ইউটিউবার থেকে কীভাবে পাকিস্তানি গুপ্তচর 'মক্ষিরানি' জ্যোতি?

হরিয়ানার হিসারের জনপ্রিয় ভ্রমণ ইউটিউবার জ্যোতি মালহোত্রা এখন ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক গুরুতর মামলার কেন্দ্রে। 'ট্র্যাভেল উইথ জো' নামের ইউটিউব চ্যানেল, যার সাবস্ক্রাইবার সংখ্যা ৩.৭ লক্ষেরও বেশি, সেই প্ল্যাটফর্মের আড়ালে সে নাকি জড়িয়ে পড়েছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একটি গুপ্তচর নেটওয়ার্কে।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 18 May 2025,
  • अपडेटेड 1:04 PM IST
  • হরিয়ানার হিসারের জনপ্রিয় ভ্রমণ ইউটিউবার জ্যোতি মালহোত্রা এখন ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক গুরুতর মামলার কেন্দ্রে।
  • 'ট্র্যাভেল উইথ জো' নামের ইউটিউব চ্যানেল, যার সাবস্ক্রাইবার সংখ্যা ৩.৭ লক্ষেরও বেশি, সেই প্ল্যাটফর্মের আড়ালে সে নাকি জড়িয়ে পড়েছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একটি গুপ্তচর নেটওয়ার্কে।

হরিয়ানার হিসারের জনপ্রিয় ভ্রমণ ইউটিউবার জ্যোতি মালহোত্রা এখন ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক গুরুতর মামলার কেন্দ্রে। 'ট্র্যাভেল উইথ জো' নামের ইউটিউব চ্যানেল, যার সাবস্ক্রাইবার সংখ্যা ৩.৭ লক্ষেরও বেশি, সেই প্ল্যাটফর্মের আড়ালে সে নাকি জড়িয়ে পড়েছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একটি গুপ্তচর নেটওয়ার্কে।

শনিবার জ্যোতিকে গ্রেফতার করেছে হিসার পুলিশ, তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারা ৩, ৪, ৫ এবং ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ধারায় মামলা রুজু হয়েছে। বর্তমানে সে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রয়েছে এবং অর্থনৈতিক অপরাধ শাখা মামলাটির তদন্ত করছে।

ইউটিউবের আড়ালে এক গোপন অধ্যায়
ভ্রমণ ভিডিও এবং বিদেশ সফরের ডকুমেন্টারি বানিয়ে লাখো দর্শকের মন জয় করা মালহোত্রা একসময় ছিলেন সামাজিক মাধ্যমে ভীষণ জনপ্রিয় মুখ। কিন্তু ২০২৩ সালে পাকিস্তান সফরের সময় নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয় — যিনি পরবর্তীতে তার হ্যান্ডলার হয়ে ওঠেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, জ্যোতি এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যমে দানিশ ও অন্যান্য পাকিস্তানি গোয়েন্দা অফিসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। এদের মধ্যে আলী এহওয়ান, শাকির এবং রানা শাহবাজ নামের ব্যক্তিরাও রয়েছেন, যাদের সঙ্গে তার পাকিস্তানে গোপন বৈঠক হয়েছে বলেও তদন্তকারীদের দাবি।

ভ্রমণ কভার, গুপ্তচরবৃত্তির অভিযোগ
অভিযোগ আরও গুরুতর। মালহোত্রা নিজের ফোনে পাকিস্তানি সংযোগগুলোর নাম ভিন্নভাবে সংরক্ষণ করত — যেমন 'জট রানধাওয়া' — যাতে শনাক্তকরণ এড়ানো যায়। এমনকি তিনি বালিতে এক পাকিস্তানি সংযোগের সঙ্গে ভ্রমণ করেছিল বলে পুলিশের দাবি। এই সমস্ত কর্মকাণ্ড স্পষ্টভাবে একটি সুপরিকল্পিত গুপ্তচর নেটওয়ার্কের দিকে ইঙ্গিত করে।

সোশ্যাল মিডিয়া ও জাতীয় নিরাপত্তা
তদন্তকারীরা মনে করছেন, জ্যোতি কেবল একজন ব্যক্তি নন — সে একটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ। পাকিস্তান-ঘনিষ্ঠ মনোভাব তুলে ধরার জন্য তিনি ইউটিউব চ্যানেলকে কভার হিসেবে ব্যবহার করেছে, যা কার্যত একধরনের প্রচার কার্যক্রম হিসেবেই ধরা হচ্ছে। ইতিমধ্যে এই মামলায় আরও ছজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

ইউটিউবার ইয়াত্রি ডাক্তার কী বললেন?
এই মামলার পরিপ্রেক্ষিতে আরেক ভ্রমণ ইউটিউবার ‘ইয়াত্রি ডাক্তার’ সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত এবং দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও আপোস নেই।
 

 

Read more!
Advertisement
Advertisement