India কী কী করতে পারে, Operation Sindoor শুধু তার ট্রেলার। এই অভিযান বন্ধ হয়ে যায়নি। সঠিক সময় এলে আমরা বিশ্বকে গোটা সিনেমা দেখাবো। Pakistan যদি নিজেদের স্বভাব বদলায় তাহলে ভালো। না হলে ভয়ংকর ফল ভুগতে হবে। বেইমানের জাত পাকিস্তানকে ধুয়ে রেখে দিল ভারত। দেশের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারী দিয়ে বলছেন অপারেশন সিন্দুর শুধু তার ট্রেলার। কী বলেছেন এক ঝলকে শুনুন।